কালবৈশাখীর ঝড়ে রাজ্যের দুই মহকুমা লন্ডভন্ড, ব্যপক ক্ষয়ক্ষতি

আগরতলা, ৩১ মার্চ (হি. স.) : কালবৈশাখী-র ঝড়ে ত্রিপুরায় দুই মহকুমা লন্ডভন্ড হয়ে গেছে৷ আজ ভোরের কালবৈশাখী ঝড়ের তান্ডবে খোয়াই এবং কমলপুর মহকুমায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ কমলপুর মহকুমায় দুইটি ত্রান শিবির খোলা হয়েছে৷ তাতে ২৭ পরিবার-কে আশ্রয় দেওয়া হয়েছে৷


রাজ্য দুযর্োগ মোকাবিলা দফতরের দেওয়া রিপোর্ট-এ জানা গিয়েছে, ঝড়ে কমলপুর মহকুমায় ৪৩০টি এবং খোয়াই মহকুমায় ২১৮টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে৷ তাতে, কমলপুর মহকুমায় ১২টি এবং খোয়াই মহকুমায় ২৭টি বাড়ি সম্পুর্ন ক্ষতিগ্রস্থ হয়েছে৷ এছাড়া, মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে কমলপুর মহকুমায় ১১৮টি এবং খোয়াই মহকুমায় ৩৯টি বাড়ি৷ রিপোর্ট-এ জানা গিয়েছে, ঝড়ে আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে কমলপুর মহকুমায় ৩০০টি এবং খোয়াই মহকুমায় ১৫২টি বাড়ি৷
খোয়াই মহকুমা শাসক জানিয়েছেন, আজ ভোরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে খোয়াই মহকুমার তুলাশিখর ব্লকের আশারামবাড়ি, বনবাজার, চামুবস্তী, থানাবস্তী ও কৃষ্ণমাবস্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ঝড়ের তান্ডবে ঘরবাড়ি, রাবার বাগান ও ফসলের ক্ষয়ক্ষতি হয়৷

তিনি বলেন, খোয়াই মহকুমা প্রশাসনের এক প্রতিনিধি দল বিশ্বস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন৷ মহকুমা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে৷ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারকে এককালীন ৩ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারের জন্য অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে৷ মহকুমার কৃষ্ণমাবস্তি জে বি বিদ্যালয়ে ১৬ পরিবার এবং আশারামবাড়ি হাইসুকলে ১১ পরিবার আশ্রয় নিয়েছেন৷ ত্রাণ শিবিরে মহকুমা প্রশাসন থেকে চাল, ডাল, পানীয়জল সহ প্রয়োজনীয় জিনিষপত্র দেওয়া হয়েছে৷
এদিকে, কালবৈশাখী-র তাণ্ডবে খোয়াই-কমলপুর সড়কে গাছ ভেঙ্গে পরে যান চলাচল ব্যহত হয়েছিল৷ যুদ্ধকালীন ততরতায় রাস্তা পরে থাকা গাছ সরানো হয়েছে৷