ঢাকা,৩০ মার্চ (হি.স.). বাংলাদেশের স্থলবন্দ বেনাপোলে ইমিগ্রেশনে স্বাস্থ্য কর্মিদের সতর্কতা হিসেবে বুধবার থেকে ভারত থেকে ফেরা যাত্রীদের হোম কোয়ারেনটাইনে পাঠানো শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গের হরিদাসপুর স্থল বন্দরের বিপরিতে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে বুধবার ভারত থেকে বাংলাদেশে ফেরা সব পাসপোর্টধারী যাত্রীদের বাড়িতেই কোয়ারেনটাইনে থাকার নির্দেশনা দিয়েছেন ইমগ্রেশনের স্বস্থ্য কর্মিরা। এতদিন করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখালেই হতো।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব ও স্বাস্থ্য কর্মকর্তা ডা: শুভাসিস রায় বলেন, মঙ্গলবার বিকালেই করোনা সুরক্ষায় নির্দেশনা দিয়েছেন উধ্বর্তন কর্তৃপক্ষ। ভারত যাত্রীদের গতিবিধি লক্ষ সহ নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন তারা। তবে হঠাৎ করেই সরকারের নিদের্শনা বাস্তবায়নে ভারত ফেরা যাত্রীরা হচ্ছেন বিভিন্ন সমস্যার সম্মুখিন। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ি সব ধরনের ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তারা।