পরীক্ষার সূচি নিয়ে অসন্তুষ্ট এআইএসএ’র আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ দ্বাদশ শ্রেণীর প্রি বোর্ড এবং ফাইনাল পরীক্ষার রুটিন নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে৷ এ বিষয়ে তারা উচ্চশিক্ষা অধিকর্তার দ্বারস্থ হয়েছেন৷


দ্বাদশ শ্রেণির প্রি বোর্ড পরীক্ষার রুটিন নতুন করে প্রস্তুত করা এবং ফাইনাল পরীক্ষা জন্য এক সময় দেওয়ার দাবিতে মঙ্গলবার অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ত্রিপুরা ইউনিটের পক্ষ থেকে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এখনো পর্যন্ত প্রি বোর্ড পরীক্ষার রুটিন তিনবার পরিবর্তন করা হয়েছে৷ ১৬ এপ্রিল ইতিহাস এবং ১৭ এপ্রিল ভূগোল পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে৷ এক্ষেত্রে মাঝখানে কোন গ্যাপ দেওয়া হয়নি৷ প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে মাঝখানে অন্তত দু’’দিন গ্যাপ রাখার দাবি জানানো হয়েছে৷

প্রি বোর্ড পরীক্ষার রুটিন পরপর তিনবার পরিবর্তন করার ফলে ছাত্রছাত্রীরা মারাত্মক অসুবিধার সম্মুখীন হয়েছে৷প্রি বোর্ড পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার মধ্যে অন্তত একমাস ব্যবধান না রাখলে ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করতে পারবেনা বলে দাবি করেছেন সংগঠনের নেতৃবৃন্দ৷দ্বাদশ ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল করতে না পারলে কলেজে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বে বলেও অভিমত ব্যক্ত করা হয়েছে৷ছাত্র-ছাত্রীদের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে অবিলম্বে প্রি বোর্ড পরীক্ষার রুটিন পরিবর্তন এবং প্রি বোর্ড পরীক্ষার পর এক মাস ব্যবধান রেখে ফাইনাল পরীক্ষার রুটিন করার জন্য দাবি জানানো হয়েছে৷ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে তারা আন্দোলনে সামিল হবেন বলে দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *