বিশালগড়ে শুরু পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ আগামী ৬এপ্রিল থেকে রাজ্যে এ ডি সি নির্বাচন৷ এ নির্বাচনে স্ব-শাসিত এলাকায় সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়৷ মঙ্গলবার বিশালগড় মহকুমা শাসকের কনফারেন্স হলে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচনে সরকারি কর্মচারীদের ব্যালট পেপারে ভোট গ্রহণ পর্ব শুরু হয়৷


মোট ২২ জন কর্মচারী ভোট দেয়৷ মঙ্গলবার সকাল থেকেই কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পুলিশ এবং সিআরপিএফ মোতায়ন করে বিশালগড় মহকুমা অফিসের সামনে৷ তবে নির্বাচনী এজেন্ট হিসাবে শাসক দল বিজেপির এজেন্টকে দেখা গিয়েছিল অন্য কোন দলের প্রতিনিধিদের দেখা যায়নি৷ বিশালগড় মহকুমা শাসক অফিসে পোস্টাল ব্যালটের মাধ্যমে মোট ২২ জন কর্মচারী ছিল ভোট গ্রহণের জন্য৷ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত সরকারি কর্মচারীরা সকাল থেকেই বিশালগড় মহকুমা শাসকের কনফারেন্স হলে এ ভোটগ্রহণ নেওয়ার জন্য অপেক্ষারত দেখা যায়৷ পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ কেন্দ্র কে সামনে রেখে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বিশালগড় মহকুমা শাসক অফিসের সামনে৷ তবে টিএসআর এবং সিআরপিএফ জওয়ানদের দেখা গিয়েছিল আজ পোস্টার- বেলট ভোটগ্রহণ কেন্দ্রের সামনে৷ আগামী ৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে এডিসি নির্বাচন৷৷ আমতলী গোলাঘাট আসনের মোট ৪৭ টি পুলিং স্টেশন রয়েছে সেইসব স্টেশনগুলোতে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *