নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): ক্রীড়া জগতে ফের থাবা বসাল করোনা। এবার কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেন ভারতীয় মহিলা টি২০ দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। জ্বর আসায় সোমবার করোনা পরীক্ষা করান হরমনপ্রীত, মঙ্গলবার সেই পরীক্ষার ফল পজিটিভ আসে। হরমনপ্রীতের এক ঘনিষ্ঠ পরিজন জানিয়েছেন, “বাড়িতে নিভৃতবাসে রয়েছে হরমনপ্রীত। সোমবার করোনা পরীক্ষা করিয়েছিল হরমনপ্রীত। মঙ্গলবার সেই পরীক্ষার ফল পজিটিভ আসে। গত চার দিন ধরে জ্বর রয়েছে ওর। সেই জন্য পরীক্ষা করা হয়। অন্য কোনও শারীরিক সমস্যা নেই। কিছু দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।”
দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন বহুবার করোনা পরীক্ষা করা হয়েছে। সেই সময় ফল নেগেটিভ আসায় মনে করা হচ্ছে সিরিজের পরেই করোনা সংক্রমিত হয়েছেন তিনি। প্রায় ১ বছর পর ভারতীয় মহিলা ক্রিকেট দল খেলতে নামে। একদিনের এবং টি২০ দুটো সিরিজেই হেরে যান তাঁরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে খেলেননি হরমনপ্রীত। চোটের জন্য পঞ্চম একদিনের ম্যাচে খেলার পরই বিশ্রামে যান।
2021-03-30