নাগেরজলা মোটরস্ট্যান্ডে সোসাইটিকে ঘিরে বাসচালকদের অসন্তোষ, দিনভর উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ নাগেরজলা সোসাইটি বিরুদ্ধে অভিযোগ তুলে সোমবার সকাল থেকে বাস শ্রমিকেরা বাস চালানো বন্ধ রাখে৷ পরবর্তী সময় নাগেরজলা সোসাইটির সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে অরুন্ধতী নগর থানায় মামলা দায়ের করে শ্রমিকরা৷ উল্লেখ্য, রবিবার দুপুর দুইটা নাগাদ টি আর ০১ এ ১৪৮২ নম্বরের বাস নিয়ে চালক বিন কোয়েশ মিয়া নাগেরজলা থেকে বের হয়ে যাত্রী নিয়ে যাবার সময় গাড়ি দাঁড়ানো নিয়ে বাকবিতন্ডা বাধে নাগেরজলা সোসাইটির পিন্টু দেবনাথের সাথে৷


পরে সেই জল গড়ায় হাতাহাতিতে৷ রাতে আটটা নাগাদ নাগেরজলা সোসাইটির পক্ষ থেকে বিনকোয়েশ মিয়াকে ডেকে নিয়ে যায় সোসাইটি ঘরে৷ দুপুরের কথা নিয়ে আলোচনার সময় আচমকা পিন্টু দেবনাথ বিনকোয়েশের উপর হাত তুলে৷ ঘটনাস্থল থেকে স্থান ত্যাগ করে চলে আসেন বিনকোয়েশ মিয়া এবং তার সহজ চালক৷ সোমবার সকালে খবরটি চাওয়ার হতেই শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়৷


প্রায় শতাধিক শ্রমিক একত্রিত ভাবে এ ডি নগর থানায় গিয়ে মামলা দায়ের করে পিন্টু দেবনাথের বিরুদ্ধে বলে জানান সাউথ ত্রিপুরা বাস অনার্স এসোসিয়েশনের বিনকোয়েশ মিয়া৷ একইভাবে অন্যান্য শ্রমিকরা জানান প্রতিদিন দিনে ২০ টাকা এবং ৫০ টাকা করে পার্কিং করা হলেও প্রায়ই গাড়ি থেকে রাতের বেলা গাড়ির তেল, ব্যাটারি এবং জেক সহ বিভিন্ন সামগ্রী চুরি হয়৷ বিষয়টি সোসাইটিকে জানানো হলেও চুরি রোখা যাচ্ছে না৷

সোসাইটি দায়ভার নিয়ে দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ৷ তাদের অভিযোগ পুলিশ যদি মামলার বড় আইনগত পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য গাড়ি চালানো বন্ধ রাখবে৷ প্রয়োজনে গাড়ির মালিক কর্তৃপক্ষ যদি গাড়ি চালাতে চায় তাহলে চালাতে পারে৷ কিন্তু গাড়ির শ্রমিকরা ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত গাড়ি চালাবে না বলে স্পষ্ট ভাবে জানিয়ে দেয়৷ তবে এদিন নাগেরজলা থেকে পর্যাপ্ত পরিমাণে গাড়ি চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুভর্োগের শিকার হতে হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *