নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৯ মার্চ৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম পিলাক রেল লাইনের পাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়াহয় জোলাইবাড়ী ফাঁড়ী থানায়৷ ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ীর ফাঁড়ী থানার পুলিশ বাইখোড়া থানার পুলিশ ও মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত ঘটনাস্থলে উপস্থিতহয়৷
উনারা ঘটনাস্থলে উপস্থিত হবার কয়েকঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় ফরেনস্কিক টিম ও ডগ স্কোয়ার্ড৷ সকলের উপস্থিতিতে মৃতদেহের বিভিন্ন অংশের পরিক্ষা নিরিক্ষা করাহয়৷ পরবর্তী সময় মৃতদেহ ময়না তদন্তের জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসাহয়৷ ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান বাইখোড়া থানার ওসি রাজীব সাহা৷ পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালিয়েযাচ্ছে৷
মৃত্যুর কারন নিয়ে রয়েছে ধোঁয়াশা৷ এখন দেখার বিষয় মৃত ব্যক্তির পরিচয় জানতে ও মৃত্যুর কারন জানতে পুলিশ কিপ্রকার পদক্ষেপ গ্রহন করে৷ পশ্চিম পিলাক এলাকায় এইধরনের মৃত দেহ উদ্ধার হোওয়াতে সমগ্র এলাকজুরে তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে৷