উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে দোল উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে প্রথমবারের মত আয়োজিত হল দোল উৎসব- ২০২১৷ তথ্য ও সংস্ক’তি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রসেইন বলেন, এরাজ্যের দোল উৎসবের ইতিহাস রাজন্য স্মৃতি বিজরিত৷ হোলি এবং দোল মানেই সাংস্ক’তিক মিলন উৎসব৷ এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের বিশিষ্ট সংগীত শিল্পী ঝর্ণা দেববর্মণ, সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির সদস্য সুুবত চক্রবর্তী এবং তথ্য ও সংস্ক’তি দপ্তরের সহকারী অধিকর্তা বিপুল দেববর্মা৷ দোল উৎসবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীগণ মনো’ সাংস্ক’তিক অনুষ্ঠান পরিবেশন করেন৷


গোটা দেশের সঙ্গে হোলির আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী৷ঋতুরাজ বসন্তের আগমনে খুশির হাওয়া সর্বত্র৷ দিগন্তে পলাশের রং৷ জাগ্রত বসন্ত কাড়া নাড়ছে দুয়ারে দুয়ারে৷ কোকিলের কুহু কুহু রব ,আর পলাশ গাছে রঙ্গিন ফুল জানান দিচ্ছে বসন্ত হাজির প্রত্যেকের মনে৷ উৎসব প্রিয় মানুষ মেতেছেন হোলির আনন্দে৷ শীতের বিদায় এবং বসন্তের আগমন অনাবিল আনন্দ উল্লাসের বার্তা বয়ে নিয়ে আসে৷ রবিবার দুলপূর্নিমা মধ্য দিয়েই হোলি উৎসবের সূচনা হয়৷ হোলি উৎসব এখন আর কোন নির্দিষ্ট ধর্ম-বর্ণ-জাতির মধ্যে আবদ্ধ নেই৷ অনাবিল আনন্দে মেতে উঠেন গোটা দেশের সব ধর্ম বর্ণ ভাষা সংসৃকতির মানুষজন৷ সেই আনন্দ-উল্লাসে পিছিয়ে নেই আমাদের রাজ্যের জাতি উপজাতি হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সহ সকল অংশের মানুষজনও৷


যদিও করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে এবছর হোলি উৎসবে আনন্দ-উল্লাসের মাত্রা অন্যান্য বছরের তুলনায় খানিকটা কম৷ কিন্তু উৎসব প্রিয় মানুষ করোণা ভাইরাসের সংক্রমন আতঙ্ককে দু পায়ে পিছে ঠেলে আনন্দ উল্লাসে মেতেছেন৷ রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের সর্বত্রই উৎসবের আনন্দ উল্লাস পরিলক্ষিত হয়েছে৷ অলিগলি পাড়ায় পাড়ায় হোলির আনন্দে মাতোয়ারা আবাল-বৃদ্ধ-বনিতাদের কণ্ঠে শোনা গেছে -রং দেবোনা খেলবো হোলি তাই কখনো হয়৷এবছর হোলি উৎসকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অঘটন না ঘটে সে জন্য প্রশাসনের তরফ থেকেও প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *