আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন রোহিত শর্মা

মুম্বই, ২৯ মার্চ (হি.স) : ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ করেই আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন রোহিত শর্মা৷ রবিবার রাতেই শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ৷ সোমবারই মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দেন পাঁচবারের ট্রফিজয়ী ক্যাপ্টেন রোহিত৷ ভারতীয় দলে খেলার এই ক্রিকেটারদের দলের সঙ্গে প্র্যাকটিসের আগে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে৷

ক্যাপ্টেনের আগে এদিন দলের সঙ্গে যোগ দেন ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ খেলে মুম্বই ইন্ডিয়ান্সের আরও চার ক্রিকেটার৷ এঁরা হলেন হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া, সূর্যকুমার যাদব এবং ইশান কিষান৷ মুম্বই ইন্ডিয়ান্স টানা দু’বার ট্রফি জিতে এবার হ্যাটট্রিকের সামনে৷ শুধু তাই নয়, মুম্বই ইন্ডিয়ান্স হল আইপিএলের ইতিহাসে সফলতম দল৷ রোহিতের নেতৃত্বে পাঁচবাট ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ করোনা আবহে এবার কোনও দলই তাদের হোম ম্যাচ খেলতে পারবে না৷ দর্শকশূন্য স্টেডিয়ামে ২০২১ আইপিএল শুরু হচ্ছে চিপকে ৯ এপ্রিল৷ প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের সামনে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ রোহিতের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম পাঁচটি ম্যাচ খেলবে চিপকে৷ পরের চারটি ম্যাচ খেলবে যথাক্রমে বেঙ্গালুরু ও কলকাতায়৷ চিন্নাস্বামী স্টেডিয়ামে তিনটি এবং ইডেন গার্ডেন্সে ২টি ম্যাচ খেলবেন রোহিতরা৷ এদিন মুম্বইয়ে টিম হোটেলে ক্যাপ্টেন রোহিতকে ওয়েলকাম করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *