নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ এডিসি ভোটের প্রাকমুহুর্তে ঋষ্যমুখ ব্লকের ফাড়ি থানার অধীনে, নলুয়ার বরোজ কলোনি সুইস গেটের নীচে শুক্রবার এক যুবকের মৃতদেহ উদ্ধারের পর , শনিবার দুপুরে ঋষ্যমুখ ব্লকের রতনপুর এডিসি ভিলেজের গাবুরছড়া এলাকার ধনকুমার পাড়ার হটিকালচারের পুকুর সংলগ্ণ একটি স্থান থেকে আরো এক যুবকের মৃতদেহ উদ্ধার ময় করলো পুলিশ৷
ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ে উঠছে নানান প্রশ্ণ৷ মৃত যুবকের নাম রাজু চাকমা৷ বয়স ৩৫ বছর৷ বাড়ি রতনপুর এডিসি ভিলেজের বৃন্দামা টিলা এলাকায়৷ খবর পেয়ে সাথে সাথে দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রনধীর দেববর্মা, বিলোনিয়া থানার ওসি স্মৃতি কান্ত বর্ধন ,মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা, সহ টিএসআর ও ঘটনাস্থলে ছুটে যায়৷ খবর দেওয়া হয় ফরেনসিক টিম ও ডগ স্কোয়াড৷
মৃত্যু নিয়ে ধোঁয়াশা থাকলেও এলাকা বাসী সহ পরিবারের অভিযোগ রাজু চাকমাকে খুন করা হয়েছে৷নাকে ও গলায় আঘাতের চিহ্ণ রয়েছে৷ জানা যায় , আজ ভোরে বাড়ি থেকে বের হয় রাজু চাকমা৷ এরপর কোন হদিস পায়নি বাড়ির লোকজনেরা অবশেষে দুপুরে বাড়ি থেকে তিনশ মিটার দুরে ধনকুমার পাড়ার হটিকালচার পুকুর সংলগ্ণ স্থান থেকে উদ্ধার হয় মৃতদেহ৷ পুকুরে মাছ ধরতে এসে মৃতদেহ দেখে খবর দেওয়া হয় স্থানীয় লোকজনদের৷ স্থানীয় লোকজনেরা ঘটনাস্থলে এসে মৃতদেহ চিনতে পেরে খবর দে বাড়ির লোকজন ও পুলিশকে৷ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ খবর দেওয়া হয় ডগ স্কোয়াড ও ফরেনসিক টিমকে৷কী কারনে , কারা ? হত্যা করেছে সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷ ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে বিলোনিয়া মহকুমা জুড়ে৷