সচিনের দ্রুত আরোগ্য কামনায় গোটা ক্রিকেট জগত

মুম্বই,২৭ মার্চ (হি.স.) : শনিবার সকালেই সোশাল মিডিয়ায় সচিন তেন্ডুলকর  নিজের করোনা আক্রান্তের কথা স্বয়ং জানিয়েছিলেন৷ এরপর থেকে সচিন ভক্তরা ক্রিকেট ঈশ্বরের দ্রুত আরোগ্য কামনায় একের পর এক বার্তা দেওয়া শুরু করেন৷ বিসিসিআই থেকে ফ্যানেরা তাঁকে শুভেচ্ছাবার্তা জানায়৷
মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ৷ এই রাজ্যে করোনা সংক্রমণ প্রতিদিন বেড়েই চলেছে৷ করোনার সেকেন্ড ওয়েভে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের পশ্চিমের এই রাজ্য৷ শুক্রবারই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে৷ যার কোপ থেকে রক্ষা পেলেন না কিংবদন্তি ক্রিকেটারও৷ শনিবার সকালেই সচিন নিজে জানান, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ৷ অল্প লক্ষ্মণ দেখা গেলেও চিকিৎসকের পরামর্শ করোনা টেস্ট করান সদ্য রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলে মুম্বই ফেরা লিটল মাস্টার৷
তবে আশার কথা, সচিনের বাড়ি বাকি সদস্যদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ টুইটারে সচিন এদিন লেখেন, ‘কোভিড নিয়ে সতর্কতা অলম্বনের কথা মাথায় রেখে আমি নিজে পরীক্ষা করিয়েছি৷ আমার অল্প কিছু লক্ষ্মণ দেখা গিয়েছিল৷ আমার রিপোর্ট পজিটিভ এসেছে৷ তবে বাড়ির বাকি সকলের রিপোর্ট নেগেটিভ৷’
কোভিড রিপোর্ট পজিটিভ আসার পরই নিজেকে হোম আইসোলেশনে রাখেন সচিন৷ তিনি লেখেন, ‘চিকিৎসকের উপদেশ মেনে এবং কোভিড প্রোটোকল অনুসারে আমি নিজেকে আইসোলেশনে রেখেছি৷ তবে আমি কোভিড চিকিৎসায় কর্তব্যরত সমস্ত স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দিতে চাই৷’
কিন্তু সচিনের এই খবর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সারা বিশ্বে তাঁর অগণিত ফ্যানেরা আর ঠিক থাকতে পারেননি৷ ক্রিকেটঈশ্বের দ্রুত সেরে ওঠার কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠান সচিনভক্তরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *