নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও ভাইরাল করার অপরাধে আটক মফেত দেববর্মা নামে এক যুবক৷ বাড়ি বিশ্রামগঞ্জ মাস্টার পাড়া এলাকায়৷বাবার নাম হরিনাথ দেববর্মা৷
দীর্ঘদিন ধরে এক মেয়ের সাথে বন্ধুত্বের সম্পর্ক রেখে শারীরিক সম্পর্ক গড়ে তুলে ঐ যুবক কিন্তু বছর খানেক আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়৷ পরবর্তী সময়ে সম্পর্ক থাকা অবস্থায় যে ভিডিও করা হয়েছিল সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় ঐ যুবক৷ আজ মেয়েটির পরিবারের পক্ষ থেকে এবং এলাকাবাসীর কিছু লোক ওই ছেলের বিরুদ্ধে পূর্ব মহিলা থানায় মামলা করে৷