বীরগঞ্জে নির্বাচনী সমাবেশ থেকে ফেরার পথে যান দুর্ঘটনায় ৪ বিজেপি কর্মীর মৃত্যু, আহত ২১

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ মার্চ৷৷ নতুনবাজার-এ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভা থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় চারজন বিজেপি কর্মী-র মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরো প্রায় ২১ জন৷ আহতদের অমরপুর এবং গোমতি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন৷


এ-বিষয়ে গোমতি জেলা শাসক টি কে দেবনাথ জানিয়েছেন, নতুনবাজার-অমরপুর সড়কে বীরগঞ্জ থানাধীন লাকড়ি বাড়ি এলাকায় বাঁক নিতে গিয়ে একটি বুলেরু গাড়ি উল্টে যায়৷ ওই গাড়িতে ২৫ জন যাত্রী ছিলেন৷ চারজন-র ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে৷ তিনি বলেন, আহত-দের উদ্ধার প্রথমে অমরপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ কিন্ত অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৭ জনকে গোমতি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ তিনি জানান, ওই দুর্ঘটনায় মৃতদের মধ্যে ৩ জন মহিলা ও একজন পুরুষ রয়েছেন৷


ওই ঘটনা সম্পর্কে বিজেপি গোমতি জেলা সভাপতি বলেন, চালকের অসাবধানতার কারনেই ওই দুর্ঘটনা ঘটেছে৷ তাতে, চারজন দলীয় কর্মীর মৃত্যু হয়েছে৷ আহত-দের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে৷ তিনি জানান, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বিজেপি প্রদেশ সভাপতি টেলিফোন-এ খোজ নিয়েছেন এবং নিহতের পরিবারের সহায়তার আশ্বাস দিয়েছেন৷


আজ এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, অমরপুরে বিজেপির কার্যক্রম থেকে বাড়ি ফেরার পথে যান দুর্ঘটনায় ৪ জন কার্যকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ এই ঘটনায় আমি গভীর শোকাহত৷ অনেক কার্যকর্তা আহতও হয়েছেন৷ আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ও আহতদের দ্রুত সুস্থতার জন্য মা ত্রিপুরাসুন্দরীর কাছে প্রার্থনা করি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *