নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): একটি বিল ঘিরে মঙ্গলবার ধুন্ধুমার কাণ্ড হয়েছিল বিহার বিধানসভায়। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর বিধায়কদের মারধর করে, টেনে-হিঁচড়ে বিধানসভার ভিতর থেকে বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিহার পুলিশের বিরুদ্ধে। মাথায় চোট পেয়ে গুরুতর অসুস্থ হয়েছেন বিধায়ক সতীশ কুমার। আহত হয়েছেন আরও কয়েক জন। মঙ্গলবারের এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী বুধবার টুইট করে জানিয়েছেন, “জনস্বার্থে ফের সরব হবেন বিরোধীরা, আমরা ভয় পাই না!” একইসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে খোঁচা দিয়ে রাহুল গান্ধী টুইট করেছেন, “মুখ্যমন্ত্রী (নীতীশ কুমার) পুরোপুরি আরএসএস/বিজেপিময় হয়ে গিয়েছেন।”
বিহার বিধানসভায় মঙ্গলবারের ঘটনার প্রেক্ষিতে বুধবার সকালে টুইট করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। রাহুল টুইটারে লেখেন, “বিহার বিধানসভার লজ্জাজনক ঘটনা থেকে এটা পরিষ্কার মুখ্যমন্ত্রী (নীতীশ কুমার) পুরোপুরি আরএসএস/বিজেপিময় হয়ে গিয়েছেন। যাঁরা গণতন্ত্রকে অপমান করেন, তাঁদের সরকারে থাকার কোনও অধিকার নেই। বিরোধীরা আবারও জনস্বার্থে সরব হবেন, আমরা ভয় পাই না!”
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ‘বিহার স্পেশাল আর্মড পুলিশ বিল ২০২১’ ঘিরে। এই বিলে এমন ধারা রয়েছে, যাতে পুলিশ বিনা ওয়ারেন্টে শুধুমাত্র সন্দেহের বশেই কারও বাড়িতে তল্লাশি চালাতে পারে বা কাউকে গ্রেফতার করতে পারে। বিলের বিরুদ্ধে মঙ্গলবার সকাল থেকেই বিধানসভার অধিবেশন ব্যাহত করার চেষ্টা করেন বিরোধী আরজেডি-র বিধায়করা। তার জেরে দফায় দফায় অধিবেশনের কাজ ব্যাহত হয়। শেষ পর্যন্ত বিরোধীরা ওয়াকআউট করার পর বিল পাশ হয়ে যায় বিধানসভায়। তার পরেও বিল প্রত্যাহারের দাবিতে স্পিকার বিজয়কুমার সিংকে চেম্বারে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তেজস্বী যাদবের দলের বিধায়করা। দীর্ঘক্ষণ স্পিকার এ ভাবে আটকে থাকার পর ময়দানে নামে পুলিশ। কার্যত মারতে মারতে, কাউকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে দিতে শুরু করেন পুলিশকর্মীরা।