শিক্ষকের মারে আহত ছাত্র, প্রতিবাদে পড়ুয়াদের সড়ক অবরোধ বিশ্রামগঞ্জে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৩ মার্চ৷৷ শিক্ষকের মারে আহত সুকল ছাত্র৷ সুকল ছাত্রের নাম ডেভিড কুমার দেববর্মা৷ বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এ সপ্তম শ্রেণীতে পড়ে ডেভিড৷ জানা গিয়েছে গতকাল সুকলের ঐ সহকারি প্রধান শিক্ষক রতন কুমার ভৌমিক প্রচন্ডভাবে বেত্রাঘাত করেন ডেবিট কে৷ ডেভিডের দুটি পায়ে রক্ত জমাট বেধে যায়৷ মঙ্গলবার দিন সুকলে এসে ডেভিড যখন তার অন্যান্য সহপাঠীদের বিষয়টি দেখান৷ ক্ষোভে ফেটে পড়েন গোটা সুকলের সমস্ত ছাত্র-ছাত্রীরা৷


মুহুর্তের মধ্যে ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়ে উঠে৷ এবং ছাত্র-ছাত্রীদের দাবি রতন কুমার ভৌমিক কে সাসপেনশন করতে হবে এবং এই মুহূর্তে করতে হবে এই দাবী নিয়ে ছাত্র ছাত্রীরা আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধে বসে৷ দীর্ঘ প্রায় দুই থেকে আড়াই ঘন্টা যাবৎ অবরোধ চলে৷ যানবাহন আটকে পড়ে যায় জাতীয় সড়কে৷ চৈত্রের কাঠফাটা রোদ্দুরে যানবাহনের মধ্যে থাকা যাত্রীরা গরমে নাকাল৷

শিশু থেকে বৃদ্ধ পথচারী সবাইকে নাজেহাল হতে হয় এই অবরোধের জেরে৷ শেষ পর্যন্ত সুকলের পরিচালন কমিটি এলাকার অভিভাবক, অভিভাবিকারা পঞ্চায়েত প্রতিনিধি সুকলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র সংগঠনের নেতৃত্ব গন সবাই মিলে আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়া হয় যে রতন কুমার ভৌমিক কে সাসপেনশন এর সিদ্ধান্ত নেয়া হবে৷ তবে হুট করে সাসপেনশন করার ক্ষমতা তাদের হাতে নেই৷ তারা দপ্তরের উর্দতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি জানাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন৷
এরপরে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলেও একদল ছাত্র ছাত্রীকে কে বা কাহারা উস্কে দিয়ে পরিস্থিতি আরো ভয়ানক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে পরিচালন কমিটি অভিযোগ করেছেন৷ তবে শেষ পর্যন্ত পুলিশ প্রশাসন সতর্ক দৃষ্টি রেখেছে৷ পরিস্থিতি কোন দিকে গড়ায়৷ কারণ যেহেতু কচিকাঁচা ছাত্র-ছাত্রী৷ তাই প্রশাসন ধৈর্য্য সহকারে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিক গন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *