নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ রাজ্যে এবারে ভীটে মাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে মানুষকে,কেননা এলাকার মানুষের পারিবারিক ঝামেলায় আজকাল শাসক দলের ঘনিষ্টরা জড়িয়ে সমস্যাকে আরো জোড়ালো করে তুলছে৷ ঘটনাটি ফটিকরায় থানাধীন গকুলনগর এলাকায়৷সেখানে নিজ বাড়ীতেই স্ত্রী-পুত্র নিয়ে থাকেন মৃনাল কান্তি ভৌমিক নামে এক ব্যাক্তি৷
অভিযোগ বাড়ীর জায়গা নিয়ে ঝামেলাকে কেন্দ্র করে উনার ভাই মলয় কান্তি ভৌমিক সহ পরিবারের অন্যরা ঐ ব্যাক্তি সহ তার স্ত্রীর উপর বিভিন্নভাবে আক্রমন নামিয়ে আসছিল বেশ কিছুদিন ধরেই৷ সম্প্রতি ঘটনাটি রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়৷জায়গা নিয়ে সমস্যার জেরেই তার ভাই মলয় কান্তি ভৌমিক সহ আরো কয়েকজন গভীর রাতে উনার ঘরে হমলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে রক্তাক্ত করে৷পাশাপাশি তার স্ত্রীর উপরও নির্যাতন চালায় বলে অভিযোগ করেন আক্রান্ত ব্যাক্তি৷
মৃনাল কান্তি ভৌমিক জানিয়েছেন তাদেরকে বাড়ী ছাড়া করে জায়গা হাতিয়ে নেবার উদ্দেশ্যেই এই পন্থা অবলম্বন করছে তার ভাই৷এদিকে ঘটনায় গ্রামেরই পিন্টু মালাকার,তরুন মালাকার সহ আরো কয়েকজন মদত যোগাচ্ছেন বলে অভিযোগ আক্রান্ত ব্যাক্তির৷ঘটনা জানিয়ে পাঁচজনের নামে মামলা করা হয়েছে ফটিকরায় থানায়৷রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত ফটিকরায় থানার পুলিশ অভিযোগ মূলে আক্রান্ত ব্যাক্তির ভাইকে গ্রেপ্তার করলেও বাকি অভিযুক্তদের এখনো পুলিশ জালে তুলতে পারেনি বলে অভিযোগ৷অবশেষে ফটিকরায় থানায় এসে নিজেদের নিরাপত্তার দাবী জানিয়েছেন মৃনাল কান্তি ভৌমিক৷
বাড়ীতে মারধোরের ঘটনার পর রাতেই আক্রান্ত ব্যাক্তি রক্তাক্ত অবস্থায় ছুটে গিয়েছিলেন ফটিকরায় থানায়৷অথচ থানা থেকে তাদেরকে কোনো সুরক্ষা না দিয়েই হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ৷ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে যাদের বিরুদ্ধে আক্রান্ত ব্যাক্তি থানায় অভিযোগ জানিয়েছেন তাদের মধ্যে পিন্টু মালাকার,তরুন মালাকাররা নিজেদেরকে এলাকার শাসক দলের স্নেহধন্য বলেই দাবী করেন বলে খবর৷
হয়তো গেরুয়া বসনধারী হওয়ার সুবাদেই ফটিকরায় থানার কর্তব্যরত পুলিশও তাদের গ্রেপ্তার করার সৎ সাহস দেখাতে পারছেনা৷আক্রান্ত ব্যক্তির কথায় অভিযুক্তদের দাপটে গ্রামের মানুষও ভীত সন্ত্রস্ত৷ আক্রান্ত ব্যাক্তির স্ত্রী অঞ্জু ভৌমিক জানিয়েছেন অভিযুক্তরা তাদের প্রাননাশের হুমকি প্রদর্শন করে চলেছে৷পাশাপাশি শাসক দল ঘনিষ্ট পিন্টু মালাকার ফটিকরায় থানাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই তাদের উপর নানান ভয় ভীতি প্রদর্শন করে চলেছে৷এমন ঘটনায় নিরাপত্তাহীনতায় ভূগছে আক্রান্ত পরিবার৷ অবশেষে থানার দরজায় এসে দাবী জানালেন নিরাপত্তার৷