প্রচুর পরিমাণে নেশা সামগ্রী আমদানী হচ্ছে রাজ্যে, মহিলা সহ গ্রেপ্তার চার ড্রাগ মাফিয়া

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৯ মার্চ৷৷ নেশা বিরোধী অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেল চুড়াইবাড়ি থানার পুলিশ৷ অর্ধলক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷চুড়াইবাড়ি থানা এলাকায় নেশা কারবারিদের নেশা কারবার ক্রমশ জোরালো হচ্ছে৷পার্শবর্তী আসাম রাজ্য থেকে অনায়াসে নেশাজাতীয় সামগ্রী এনে ব্যাপকহারে পাচার করা হচ্ছে৷


পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে কাজকর্ম চালিয়ে যাচ্ছে নেশা কারবারিরা৷ শুক্রবার চুড়াইবাড়ি থানার পুলিশ নেশা বিরোধী অভিযান চালাতে গিয়ে সাফল্য পেয়েছে৷চুরাইবারি পান বাজার এলাকায় নিয়মমাফিক তল্লাশি চালানোর সময় পুলিশ প্রায় ১ কিলোগ্রাম ইয়াবা ট্যাবলেট সহ ৪ জনকে আটক করেছে৷ আটক চারজনের মধ্যে একজন মহিলা রয়েছে৷ আটক করা নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য অর্ধ লক্ষাধিক টাকা বলে চোরাইবাড়ি থানার ওসি জানিয়েছেন৷

আটক চার জনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা করেছে পুলিশ৷নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক ৪ জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ তাদের কাছ থেকে নেশা কারবারে জড়িত অন্যান্যদের সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা চলছে পুলিশ৷এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন৷শুক্রবার টাকারজলায় আইপিএফটি অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে প্রদ্যুৎ কিশোরের ত্রিপরা মথা দল৷ আচমকা হামলায় দুজন গুরুতরভাবে আহত হয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *