গুয়াহাটি, ১৮ মার্চ (হি.স.) : তৃতীয় দফা, ৬ এপ্রিলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী হাইপ্রোফাইল প্রার্থীরা বৃহস্পতিবার মনোনয়ন পেশ করেছেন গুয়াহাটিতে। সমর্থক অনুগামীদের মিছিলের দরুন গুয়াহাটি মহানগরে ব্যাপক জনজটের সৃষ্টি হয়েছে আজ।
আজ নেডা-র আহ্বায়ক তথা রাজ্যের বহু দফতরের মন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার সঙ্গে সাইকেল চড়ে অসংখ্য সমর্থক ও অনুগমীদের নিয়ে মিছিল করে গুয়াহাটিতে কামরূপ মহানগরের রিটার্নিং অফিসার তথা জেলাশাসকের কার্যালয়ে যান ৫৩ নম্বর গুয়াহাটি পূর্ব আসনের বিজেপি প্রার্থী তথা মন্ত্রী সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য। ঢোল-করতাল বাজিয়ে, বিহু গানের সঙ্গে নৃত্য করে সমর্থকদের সঙ্গে নিয়ে জেলাশাসকের কাছে মনোনয়ন দাখিল করেছেন সিদ্ধার্থ। এছাড়া মনোনয়ন দাখিল করেছেন ৫২ নম্বর দিশপুর আসনের বিজেপি প্রার্থী বিধায়ক অতুল বরা, ৫৪ নম্বর গুয়াহাটি পশ্চিম আসনে বিজেপি মিত্রজোটের শরিক অগপর রমেন্দ্ৰ নারায়ণ কলিতা। এছাড়া আরও অন্য দলের বেশ কয়েকজন প্রার্থীও তাঁদের মনোনয়ন দাখিল করেছেন আজ।
আগামীকাল শুক্রবার মনোনয়ন পেশ করবেন ৫১ নম্বর জালুকবাড়ি আসনে রাজ্যের সবচেয়ে হাইপ্রোফাইল প্রার্থী ড. হিমন্তবিশ্ব শর্মা। আগামীকাল হিমন্তবিশ্বের মিছিলকে কেন্দ্র করে আজ থেকেই আতঙ্কে ভুগছেন মহানগরের নাগরিককুল। কেননা, গতবার ২০১৬ সালের নির্বাচনে এই আসনের প্রার্থী ড. শর্মা লক্ষাধিক অনুগামীকে নিয়ে তাঁর মনোনয়ন জমা করেছিলেন।
এদিকে দুই মন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা এবং সিদ্ধার্থ ভট্টাচার্যের সাইকেল মিছিলে মহানগরে জিএস রোডে বহুক্ষণ তীব্ৰ যানজটের সৃষ্টি হয়। এছাড়া মিত্রজোটের অগপ প্রার্থী রমেন্দ্র নারায়ণ দলীয় সদর দফতর আমবাড়ি থেকে মিছিল করে যাওয়ায় জিএনবি রোডে সৃষ্টি হয় যানজটের। এভাবে অন্য দলীয় প্রার্থীদের মনোনয়নকে কেন্দ্র করে এটি রোড, বি বরুয়া রোড, ফ্যান্সিবাজার এলাকা, একে আজাদ রোড, ছাত্রীবাড়ি সহ বিভিন্ন রাজপথে বহু যানবাহন আটকে পড়েছিল। ফলে ওই সব রাস্তায় আবরুদ্ধ যানবাহনের যাতায়াতপথ পরিবর্তন করে ট্রাফিক পুলিশ কিছুটা হলেও জনতাকে স্বস্তি দিয়েছে।

