নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ ধলাই জেলার গন্ডাছড়া থানার নাকের ডগায় মঙ্গলবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷একটি দোকানের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে প্রচুর জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে চোরেরা৷গন্ডাছড়া থানা সংলগ্ণ এক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে৷ জানা যায় মঙ্গলবাররাতে গন্ডাছড়া থানার পাশে চরনজয় রিয়াং এর টং দোকানে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে৷ দোকান মালিক বুধবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকান ঘরের দরজা ভাঙ্গা৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গন্ডাছড়া থানায়৷
পুলিশ ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করে৷ দোকান মালিক চরনজয় রিয়াং জানিয়েছেন চুরির ঘটনায় কমপক্ষে তার কুড়ি হাজার টাকার ক্ষতি হয়েছে৷ উল্লেখ্য গন্ডাছড়া মহকুমা এলাকা জোড়ে প্রতি রাতেই একের পর এক চুরির ঘটনা ঘটছে৷ এতে করে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারন মানুষজনদের মধ্যে আতঙ্ক দেখা দিচ্ছে৷ রাতে গন্ডাছড়া শহর এলাকায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ণ চিহ্ণ দেখা দিয়েছে৷ মঙ্গলবার রাতে থানা সংলগ্ণ চুরির ঘটনায় আবারও পুলিশের ভূমিকায় সাধারন মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে৷ গন্ডাছড়া বাজারসহ আশপাশ এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য ব্যবসায়ী এবং এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷