করিমগঞ্জ (অসম), ১৬ মার্চ (হি.স.) : প্রার্থীদের ব্যানার, পোস্টার ছাপানোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিয়ম নির্দেশিকা সঠিক ভাবে মানা না হওয়ার বিষয়টি ব্যায় পর্যবেক্ষকের নজরে এসেছে। যদি সঠিকভাবে এ ব্যাপারে প্রার্থী বা দল নজর না দেয় তবে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যয় পর্যবেক্ষক সাজিত কুমার পি সতর্ক করে দিয়েছেন।
উল্লেখ্য, ১৯৫১ সালের আরপি অ্যাক্টের ১২৭ (এ) ধারায় যে কোনও প্রার্থীর পোস্টার বা ব্যানারে ছাপাখানার নাম এবং ছাপানো ব্যক্তির নাম উল্লেখ থাকতে হবে। এছাড়া প্রকাশকের একটি নিজস্ব ঘোষণা পত্র রাজ্যিক নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে। এই নির্দেশিকা মানা না হলে দুহাজার টাকা জরিমানা ও ছয় বছরের কারাদণ্ড হতে পারে। তাছাড়া, কোনও প্রার্থী বা দলের নির্বাচনি বিজ্ঞাপন ছাপা মাধ্যমে প্রকাশের সময় প্রকাশকের নাম অবশ্যই দিতে হবে। এক্ষেত্রে প্রশাসনের কঠোর দৃষ্টি থাকবে বলে কমিশনের নির্দেশে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ জেলা নির্বাচন অফিসার জেলার ছাপাখানা সমূহকে তাদের ছাপানো সামগ্রীতে প্রেসের নাম থাকতে হবে বলে নির্দেশ দিয়েছেন। এছাড়া ঘোষণা পত্রের কপি ও ছাপানো সামগ্রীর কপি প্রশাসনের কাছে জমা দিতে নির্দেশও দিয়েছেন।