নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ইন্দ্রনগর মসজিদ পাড়া থেকে ব্রাউন সুগার সহ এক নেশা কারবারিকে আটক করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স পুলিশ৷ঘটনার বিবরণে জানা যায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় ইন্দ্রনগর মসজিদ পাড়ায় একটি বাড়িতে নেশা সামগ্রী মজুদ রয়েছে৷
সেই খবরের ভিত্তিতে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ আগরতলা পূর্ব থানার পুলিশকে সঙ্গে নিয়ে ইন্দ্রনগর মসজিদ পাড়ায় আক্তার হোসেনের বাড়িতে তল্লাশি চালায়৷ তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে ব্রাউন সুগার সহ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হয়৷ পুলিশ অভিযুক্ত নেশা কারবারি আকতার হোসেনকে গ্রেপ্তার করেছে৷ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে সে বহুদিন ধরে নেশা কারবারের সঙ্গে জড়িত৷
তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত অন্যান্যদের নামধাম উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ উল্লেখ্য নেশার কবলে পড়ে যুবসমাজ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷পুলিশের নেশা বিরোধী অভিযান চালালেও নেশা কারবারিরা নয়া নয়া কৌশল গ্রহণ করে তাদের নেসা পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে৷