নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) পর্যায়ক্রমে ক্যাম্পাসটি আবার চালু করছে। যাতে, শনিবার জেএনইউ প্রশাসনও শিক্ষার্থীদের জন্য পাঠাগারটি খোলার কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে লাইব্রেরিটি পুরোপুরি খোলার দাবি করে আসছে।
সেই দাবি মেনে শনিবার জেএনইউ প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে ডাঃ বিআর আম্বেদকর কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচতলায় অবস্থিত পাঠকক্ষগুলি পর্যায়ক্রমে পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, কেন্দ্রীয় সরকারের করোনা বিধি ও নির্দেশিকা মেনেই চালু হচ্ছে পাঠাগার । যেমন মাস্ক পরা এবং সামাজিক দূরত্বের নিয়মাবলী বজায় রাখতে হবে।