নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : ন্যালনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)-র ডোপ টেস্টে পাশ করতে পারেননি আসন্ন টোকিও অলিম্পিকে ভারতের হয়ে সম্ভাব্য দুই অংশগ্রহনকারী । এমনটাই জানিয়েছেন নাডার ডিরেক্টর জেনারেল নবীন আগরওয়াল । তবে এই দুই অ্যাথলিট কারা তা তিনি উল্লেখ্য করেন নি।
অলিম্পিক গেমস বা বিশ্বের যে কোনও স্পোর্টস ইভেন্টের নিজেদের পারফরম্যান্স বৃদ্ধি করতে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের অ্যাথলিটরা ডোপিংয়ের সাহায্য নিয়ে থাকেন। আর তা রুখতে সদা তৎপর ওয়াল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (ওয়াডার) মতো সংস্থাগুলি। ভারতে এই দায়িত্ব পালন করে থাকে ন্যালনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)।সম্প্রতি নাডার তরফে টোকিও অলিম্পিকে ভারতের হয়ে সম্ভাব্য অংশগ্রহনকারী অ্যাথলিটদের নিয়ে এক রুটিন ডোপিং পরীক্ষা করা হয়। আর তার রিপোর্টের উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। নাডার ডিরেক্টর জেনারেল নবীন আগরওয়াল জানিয়েছেন, সম্প্রতি এমন এক রুটিন পরীক্ষা করা হয়েছিল ভারতীয় অ্যাথলিটদের উপর এবং তাতে দুই অ্যাথলিট, যারা টোকিও অলিম্পিকে ভারতীয় দলের দুই সম্ভাব্য প্রতিনিধি, ডোপ টেস্টে ফেল করেছেন।
নবীন আগরওয়াল জানিয়েছেন, ‘প্রতি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে যেরকম ব়্যান্ডম স্যাম্পেল নিয়ে রুটিন পরীক্ষা চালানো হয়, টোকিও অলিম্পিকের আগেও তাই করা হয়েছিল এবং তাতেই দুজন অ্যাথলিট ডোপ টেস্টে ফেল করেছেন। তাদের নাম বা ইভেন্ট এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়।’