সোনামুড়ায় আর্থিক লেনদেন নিয়ে বিবাদের জেরে ছুরিকাঘাতে নিহত যুবক, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১২ মার্চ৷৷ আর্থিক লেনদেনের জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছে এক যুবক৷ ঘটনা সোনামুড়া থানাধীন সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ সোনামুড়ার সোনাপুর সীমান্ত গ্রামে ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায় ইব্রাহিম খলিলুল্লাহ নামের ২২ বছরে এক যুবক ইমান হোসেন নামের আর এক যুবকের কাছে প্রায় ৭ লক্ষাধিক টাকা পাওনা ছিল৷শুক্রবার ইব্রাহিম টাকার জন্য সকাল বেলায় ইমানের বাড়িতে যায়৷সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়৷ একসময় এই কথা কাটাকাটি বিরাট আকার ধারণ করে৷ ইমান ইব্রাহিমের বুকে ছুরি চালায়৷

ছুরিকাঘাতে ঘটনা স্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে৷তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনার খবর পেয়ে এলাকার মানুষজন ছুটে আসে৷ অভিযুক্ত ইমানকে হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দিয়ে সোনামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এদিকে ছুরিকাঘাতে নিহত ইব্রাহিম এর মৃতদেহ সোনামুড়া হাসপাতালের মর্গে রয়েছে৷ ময়নাতদন্ত করার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ অন্যদিকে অভিযুক্ত ইমান হোসেন উত্তেজিত জনতার গণপ্রহারে আহত হয়৷তাকেও হাসপাতালে হাসপাতাালে ভর্তি কর হয়েছে৷ স্থানীয় একটি সূত্রে জানা যায় ,নেশা কারবারের টাকার বাটোয়ারা নিয়ে এই ঘটনা৷এ ঘটনার জেরে পুরো এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *