জলের দাবীতে পথ অবরোধ সাইকাবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ জলের দাবিতে উপায়ন্তর না পেয়ে অবশেষে পথ অবরোধে বসলো দুর্গাচৌমুহনী ব্লকের অধীন শিব বাড়ি ভিসি’র আপার সাইকাবাড়ি এলাকার জনজাতিরা৷ ফলে কমলপুর-কুমারঘাট ভায়া দুর্গাচৌমুহনী সড়ক সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত অবরোধ চলে৷

দু’দিকে প্রচুর জানবাহন দাঁড়িয়ে যায়৷ তারা আপার সাইকার বাসিন্দা হলেও সাইকার বাজারে বসে৷ এদিকে খবর পেয়ে ডিডব্লিউএস দপ্তরের লোক ঘটনাস্থলে গিয়ে কথা বলে জনজাতিদের সাথে৷ তাঁদের সমস্যার সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার হয়৷ তবে এলাকাবাসীদের অভিযোগ, রাজনৈতিক নেতারা ভোট এলেই তাঁদের খবর নেয়৷ আর শুখা মরশুমে তাঁদের যে পান করার জল নেই সে ব্যাপারে কেউ খোঁজ রাখে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *