নারী নির্যাতন বন্ধে মহিলা-পুরুষ উভয়ের সহযোগিতা চাইলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন

আগরতলা, ৮ মার্চ (হি. স.)৷৷ আন্তর্জাতিক নারী দিবসে নারী নির্যাতন বন্ধ করতে নারী-পুরুষ উভয়ের সহযোগিতা চাইলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী৷ তাঁর মতে, সমাজ সংস্কারের মাধ্যমেই সমাজের পরিবর্তন আনা সম্ভব৷ সাথে তিনি নারী-পুরুর্ষে সমানাধিকার চেয়েছেন৷ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সোমবার স্টেট এনএসএস ইউনিটের উদ্যোগে রাজধানী আগরতলা শহরে এক বর্ণাঢ্য রেলি সংগঠিত করা হয়েছে৷ মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী উমাকান্ত মিনি স্টেডিয়াম থেকে রেলির আনুষ্ঠানিক সূচনা করে এ-কথা বলেছেন৷


৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস৷ আজ নারীদের অধিকার আদায়ের দিন৷ গোটা বিশ্বের সঙ্গে আমাদের দেশেও আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে৷ এ উপলক্ষ্যে রাজধানী আগরতলা শহরে স্টেট আরএসএস ইউনিটের উদ্যোগে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে৷ রেলিটি উমাকান্ত মিনি স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে৷ এদিন রেলির আনুষ্ঠানিক সূচনা করে রাজ্য কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী বলেন, সমাজ থেকে নারী নির্যাতন পুরোপুরি বন্ধ করার জন্য আজকের দিনে আমাদের শপথ গ্রহণ করতে হবে৷ শুধু তা-ই নয়, সর্বস্তরের মহিলা আজকের দিনে যাতে সঠিক দিশা খুঁজে পান, সে-বিষয় গুরুত্ব পেতে হবে৷


তাঁর কথায়, আমাদের রাজ্যে যে-সব ছোটখাটো সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে৷ তিনি আক্ষেপ করে বলেন, ২০২১ সালেও নারী-পুরুষের মধ্যে ব্যবধান রয়েছে৷ কাজের সময়ের মধ্যে ফারাক রয়ে গেছে৷ তিনি বলেন, বিংশ শতাব্দীতে শুরু হয়েছিল নারী স্বাধীনতা ও নারী মর্যাদার আন্দোলন৷ এ-বিষয়ে আমাদের নতুন করে চিন্তাভাবনা করতে হবে৷ তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ প্রকল্প ঘোষণা করে নারীর কল্যাণের চেষ্টা চালাচ্ছেন৷ তবে, আমরা আজকের দিনে সমান অধিকার চাই৷


এ-প্রসঙ্গে তিনি বলেন, সংসদে বর্তমানে মাত্র সাড়ে ১৫ শতাংশ নারী সদস্য রয়েছেন৷ কিন্তু নারীর সকল ক্ষেত্রে সমান অধিকার স্বীকৃত না হওয়া পর্যন্ত মহিলারা তাদের অধিকার সম্পূর্ণভাবে ভোগ করতে পারবেন না৷ এদিন তিনি আহ্বান জানান, নারী নির্যাতন বন্ধ করতে নারী-পুরুষ উভয়ের সহযোগিতা চাই৷ তাঁর মতে, সমাজ সংস্কারের মাধ্যমেই সমাজের পরিবর্তন আনা সম্ভব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *