নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ খয়েরপুরের চানপুর এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে একটি অটো এবং টাটা এইচ গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং অপর একজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ খয়ের পুর এর চাঁদপুর এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনায় রবিবার বিকেল নাগাদ তিনজন গুরুতরভাবে আহত হন৷
একটি যাত্রীবাহী অটো টাটা এইস গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন জানান ঘটনাস্থলে ছুটে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনী এবং পুলিশকে৷দমকল বাহিনীর জওয়ানরা আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়৷
মৃতরা হল ভক্তি লতা দেবনাথ এবং প্রসেনজিৎ বিশ্বাস৷ আহত অপর একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ বোধজং নগর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অটো এবং টাটা গাড়ি আটক করেছে৷ তবে চালকদের আটক করতে পারেনি৷ এ ব্যাপারে মামলা হয়েছে৷ চালকদের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন৷ এদিকে ময়নাতদন্তের পর মৃত দুজনের মৃতদেহ পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ দুর্ঘটনায় দুজনের মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷