নিরাপত্তার ঘেরাঢুপে কমলাসাগর, মধুপুর সিপিএম অঞ্চল কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ পুলিশের প্রহরার মধ্য দিয়ে রবিবার ৩ টা নাগাদ কমলাসাগর অঞ্চল এবং মধপুর অঞ্চল কমিটির উদ্যোগে মধুপুর বাজারে সিপিআইএমের ৭ দফা দাবির ওপর ভিত্তি করে সভা অনুষ্ঠিত হয়৷ওই সভায় উপস্থিত ছিলেন কমলাসাগর বিধায়ক নারায়ণ চৌধুরী, মধুপুর অঞ্চল সম্পাদক জুটন রায় ,নারীনেত্রী ছায়া সরকার, মল্লিকা দেববর্মা, দোলন হাজারী, সেকের কোট অঞ্চল সম্পাদক কামাল মিয়া ,যুব সংগঠনের নেতৃর্ত্বা৷

প্রথমদিকে সেই সভাকে বানচাল করার চেষ্টা করে বিজেপির একাংশ কর্মীরা৷ সভাস্থলে পাশে রয়েছে বিজেপির একটি দলীয় অফিস আর সেই অফিসের মধ্যে দুপুর ১২ টা থেকে বাইক নিয়ে হাজির হয় বিজেপির কর্মীরা৷পরবর্তী সময়ে সেই খবর মধুপুর থানায় পৌঁছালে মধুপুর থানার বড়বাবুর তাপস দাস বিশাল টিএসআর এবং সিআরপিএফ মাঠে নামিয়ে দেই৷ যদিও পরবর্তী সময়ে সেখান থেকে বিজেপির কর্মীরা বাইক নিয়ে চলে যায়৷ কিন্তু তবুও ক্ষান্ত থাকেনি কর্মীরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে একাংশ সিপিএম কর্মীদের বাধা দেয় সভাস্থলে আসার জন্য৷ সেই বাধা অতিক্রম করে অন্য পথ ধরে সভাস্থলে হাজির হয় সিপিআইএম কর্মীরা৷

ঐদিনের সবর্া মুখ্য উদ্দেশ্য ছিল ৭ দফা দাবির ওপর ভিত্তি করে রাজ্যে এবং দেশের মধ্যে যেভাবে পেট্রোল পণ্য দ্রব্য বৃদ্ধি পেতে চলেছে সাধারণ জনগণের নাভিশ্বাস৷ তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকারের তিন বছর পূর্তি হলেও জনগনের স্বার্থে কোন কাজ করেনি৷ তা-ও সবাই আলোচনা হয়৷আরো বলেন ক্ষমতায় আসার পূর্বে ভিশন ডকুমেন্টে ২৯৯টি প্রতিশ্রুতি দিয়েছিল তার একটিও পালন করেনি বলে অভিমত পোষণ করেন বিধায়ক নারায়ণ চৌধুরী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *