নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ ১০ দফা দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে গার্লস প্রাউটিস্ট ত্রিপুরা রাজ্য শাখা৷ ভোগবাদী পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীদের উপর নির্যাতন দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ সমাজে নারী জাতির মর্যাদা ও পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে এবং শোষণমুক্ত আদর্শ সমাজ গড়তে গার্লস প্রাউটিস্ট ত্রিপুরা রাজ্য শাখা ব্যাপক প্রচার আন্দোলনে শামিল হওয়া উদ্যোগ গ্রহণ করেছে৷
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে শনিবার রাজধানীআগরতলা শহরে নারী জাগরণ মিছিল সংঘটিত করা হয়৷ মিছিল শেষে জেলা অফিসে গিয়ে জেলাশাসককে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন৷ স্মারকলিপিতে উল্লেখ যোগ্য দাবি গুলির মধ্যে রয়েছে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ করতে কঠোরতম আইন প্রণয়ন করতে হবে৷ নারী নির্যাতন ধর্ষণ ও শ্লীলতাহানীর সঙ্গে যুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে৷বিজ্ঞাপন, টিভি সিনেমায় নারীদের অশ্লীল ছবি প্রদর্শন করা বন্ধ করতে হবে৷ পশ্চিমা যৌন উদ্দীপক অপসংসৃকতি ও কুরুচিকর সাহিত্য প্রকাশ বন্ধ করতে হবে৷প্রাথমিক শিক্ষার দায়িত্ব মহিলাদের হাতে তুলে দিতে হবে ও শিক্ষায় মাতৃভাষার প্রাধান্য দিতে হবে৷ পন ও যৌতুক প্রথা বন্ধ করতে হবে৷ শিক্ষা চাকরি সহ জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে নারীদের পুরুষের সমান অধিকার দিতে হবে৷ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য বিশেষ আর্থিক প্রকল্প ঘোষণা করতে হবে৷ গাঁজা মদ সহ নেশাজাতীয় সামগ্রী বিক্রি করার ব্যবস্থা করতে হবে৷ নারী নির্যাতন বন্ধ করতে দল-মত নির্বিশেষে সকল মানুষের সহযোগিতা আহ্বান করেছে সংগঠন৷