শানমুড়ায় যুবকে খুন অভিযুক্ত যুবক ধৃত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ শানমুরা এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত একজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর পশ্চিম থানা এলাকার শানমুরায় বিধান দাস নামে এক যুবককে পিটিয়ে নিঃসংশ ভাবে হত্যা করেছিল দুই যুবক৷ এ ব্যাপারে আগরতলা পশ্চিম থানায় মামলা হয়৷


পুলিশ ঘটনার তদন্ত ক্রমে ইতিমধ্যে একজনকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ তার নাম টোটন দাস৷ ঘটনায় জড়িত আরও এক যুবক পলাতক৷ তাকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ আটক যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে৷এ বিষয়ে জানতে চাওয়া হলে সদরের এসডিপিও রমেশ যাদব জানান গত বৃহস্পতিবার রাতে বিধান দাসকে দুই যুবক মিলে গামছায় টাইলসের টুকরো বেঁধে মাথায় বেধড়ক আঘাত করে৷ তাকে গুরুতর ভাবে আহত হয় বিধান দাস৷তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয়৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল৷


রাতেই জিবি হাসপাতালে তার মৃত্যু হয়৷ পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে৷নিহত যুবকের পরিবারের অভিযোগ মূলে পুলিশ মামলা গ্রহণ করে একজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ঘটনায় জড়িত অপর এক যুবক পালিয়ে বেড়াচ্ছে৷ তাকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *