এডিসি নির্বাচন : কুল হারিয়ে আজ প্রার্থী তালিকা দেবে আইপিএফটি

আগরতলা, ৬ মার্চ৷৷ এডিসি নির্বাচনে রাজনীতি-র পাশাখেলায় নতুন সমীকরণ দেখতে চলেছে রাজ্যবাসী৷ দর কষাকষি-তে এখন চাপের রাজনীতি শুরু করছে শাসক জোট শরিক আইপিএফটি৷ তাই, কূল হারিয়ে আগামীকাল এডিসি নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা দেবে এনসি দেববর্মা-রা৷ তবে, বিজেপি-র সাথে আলোচনার পথ খোলা রেখেই প্রার্থী দিচ্ছে আইপিএফটি, আজ এ-কথা জানিয়েছেন দলের সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা৷


ফলে, এই ঘটনা-কে ঘিরে আজ রাতে আইপিএফটি সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা রবিবার সন্ধ্যা ছয়টায় সাংবাদিক সম্মেলন-র আমন্ত্রণ জানান৷ ওই সাংবাদিক সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন৷ এ-বিষয়ে দলের সভাপতি বলেন, প্রাথমিকভাবে আমরা ২৮টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা দিচ্ছি৷ তবে, বিজেপি-র সাথে আলোচনা-র পথ বন্ধ করিনি৷ তাঁর কথায় প্রার্থী ঘোষণা হলেও বিজেপি-র সাথে আলোচনার পথ খোলা থাকবে৷ তবে, আসন রফা নিয়ে দুই শরিক ঐকমত্যে আসলে তবেই জোট বেঁধে এডিসি-তে লড়াই হবে, বলেন তিনি৷

তাঁর বক্তব্যে, স্পষ্টভাবে কোন পরিস্থিতি সম্পর্কে কিছুই বোঝা গেল না৷ তবে, এতটুকু নিশ্চিত প্রদ্যুতের সাথে আইপিএফটি-র কোন জোট হচ্ছে না৷ বরং প্রদ্যুতের সাথে হাত মিলিয়ে এখন বিজেপি-র কাছ থেকে আসন আদায় করতে পারছে না আইপিএফটি৷ এক্ষেত্রে কূল হারিয়ে অস্তিত্বের প্রশ্ণে আইপিএফটি কার্যত দিশেহারা হয়ে পড়েছে৷ শুধু তাই নয়, দোলে বিভাজন দেখা দিয়েছে৷ সমন্বয়ের অভাব স্পষ্ট ফুটে উঠছে৷


এই পরিস্থিতি-তে দাঁড়িয়ে এডিসি নির্বাচনে আইপিএফটি-র ভবিষৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ তাতে, বিজেপি-র সাথে দর কষাকষি কিংবা চাপের রাজনীতি আদৌ সফল হবে বলে মনে করছে না রাজনৈতিক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *