এখন আন্দোলনের প্রয়োজন হয় না, বোতাম টিপে সব কিছু পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রী : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মার্চ (হি.স.) : কমিউনিস্টরা আগে শুধু আন্দোলনের কথা বলেই কাটিয়ে দিতেন৷ এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সুইচ টিপে কোটি কোটি মানুষের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধির টাকা পাঠিয়ে দেন৷ তাই কমিউনিস্টরা ভয় পাচ্ছেন৷ আজ বৃহস্পতিবার আগরতলায় সিপিএম-কে এভাবেই বিঁধেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, যে-দেশে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মনীষীরা জন্মগ্রহণ করেছেন, সে-দেশে মাও-সে তুং, লেনিন, স্ট্যালিনদের কোনও গুরুত্ব নেই৷


মুখ্যমন্ত্রী এদিন কটাক্ষ করে বলেন, ভারতে লেনিন, স্ট্যালিন, মাও-সে তুংদের কোনও প্রয়োজনীয়তা নেই, তাঁরা লাখ লাখ মানুষকে খুন করে নেতা হয়েছিলেন৷ তিনি বলেন, এ দেশে নেতা হতে গেলে মানুষ খুন করতে হয় না৷ দেশে রাষ্ট্রবাদ যে ভাবে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়েছে তার জন্য কাউকে খুন করতে হয়নি৷ তাঁর দাবি, ত্রিপুরায় কমিউনিস্টরা আর কখনও ফিরে আসবে না৷ আমার এই কথা ডায়েরিতে লিখে রাখতে পারেন৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় এখনও এমন কেউ জন্মায়নি যে বলতে পারবে কোনওদিন আমার হাতে টাকা দিয়েছে আর সেই টাকা আমি পকেটে রেখেছি৷ এই সংস্কার আমাকে আমার দল দিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ দিয়েছেন৷ তাঁর দাবি, দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানবতাবাদের মতো সংস্কার আমার মধ্যে তৈরি করেছে৷
তিনি বলেন, ত্রিপুরায় চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি৷ চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ায় কমিউনিস্টরা নিজেদের পতন দেখতে পাচ্ছেন৷ তাঁর কটাক্ষ, কিউবায় বন্যা হলে ত্রিপুরায় গামছা পেতে টাকা তুলতেন কমিউনিস্টরা৷ তিনি বলেন, এখন কমিউনিস্টরা গান্ধীজিরও পুজো করেন৷ আগে করতেন না৷ সাথে যোগ করেন, এবার-তো স্বামী বিবেকানন্দের পুজোও করেছেন তাঁরা৷ মুখ্যমন্ত্রীর কটাক্ষ, আগামী কয়েক বছর বাদে তাদের পার্টি অফিসে বীর সাভারকারের ছবি ঝুলবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *