করোনা-টিকা নিলেন হর্ষ বর্ধন, ভ্যাকসিনের প্রথম ডোজ ফারুককে

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): করোনাভাইরাসের টিকা নিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন। মঙ্গলবার দিল্লির হার্ট ও ফুসফুসের ইনস্টিটিউটে করোনা-ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে টিকা নেন তাঁর স্ত্রীও। এদিনই করোনা-ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্স সাংসদ ফারুক আবদুল্লা। শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ করোনা-ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন প্রবীণ সাংসদ ফারুক আবদুল্লা। এছাড়াও করোনাভাইরাসের টিকা নিয়েছেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সাংসদ কে কেশব রাও। মঙ্গলবার হায়দরাবাদের একটি হাসপাতালে করোনা-ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন কে কেশব রাও। এদিন সকালেই করোনাভাইরাসের টিকা নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি। হায়দরাবাদের গান্ধী হাসপাতালে মঙ্গলবার সকালে কোভিড টিকার প্রথম দফার ডোজ নিয়েছেন রেড্ডি।
গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকাকরণ। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির ,করোনা-যোদ্ধাদের করোনা টিকা দেওয়া হয়েছে। সোমবার থেকে দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সিরাও টিকা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *