আগরতলা, ১ মার্চ (হি.স.) : অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের খোঁজ নিলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ শুধু তা-ই নয়, তাঁদের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি৷ সোমবার সদর মহকুমাশাসকও আগুনে ভস্মীভূত দোকান ও বাড়ি ঘুরে দেখেছেন৷ সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করা হবে বলে জানিয়েছেন৷
রাজধানী আগরতলায় নাগেরজলার মর্ডান ক্লাব সংলগ্ণ এলাকায় রবিবার সন্ধ্যা রাতে ভয়াবহ অগ্ণিকাণ্ডে একটি বসতবাড়ি সহ পাঁচটি দোকান ভস্মীভূত হয়ে গেছে৷ দমকলের পাঁচটি ইঞ্জিন এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ সোমবার অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান সাংসদ প্রতিমা ভৌমিক৷ অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও ভুক্তভোগী বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি৷ এর আগে অবশ্য প্রশাসনিক আধিকারিকরা এলাকা পরিদর্শন করেছেন৷ সদর মহকুমাশাসক অসীম সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল ক্ষতিগ্রস্থদের বিষয়ে খোঁজ নেন৷ সদর মহকুমাশাসক জানান, গতকাল রাতেই প্রশাসনের একটি দল এলাকায় গিয়েছে৷
তিনি বলেন, বাড়ির মালিক ও তাঁর ভাড়াটে দোকান এবং ভাড়াটের ঘড় আগুনে পুড়েছে৷ তাতে সুকটার মেকানিকস, বৈদ্যুতিন সামগ্রীর দোকান, জেরস্কের দোকান এবং সেলুন রয়েছে৷ তবে, কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ সাথে তিনি যোগ করেন, সরকারি নিয়ম অনুযায়ী প্রাথমিক সাহায্য প্রদান করার বিষয়টিও দেখা হচ্ছে৷ দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান সদর মহকুমাশাসক অসীম সাহা৷ তিনি বলেন, অগ্ণিকাণ্ডে ভাড়াটেকে সরকারি সহায়তা প্রদানের নিয়ম নেই৷ তবুও অন্য কোনও ভাবে সহায়তা করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, জানান তিনি৷
এদিন সাংসদ প্রতিমা ভৌমিক জানান, সরকারিভাবে যতটুকু সহায়তা করা যায় তাতে কার্পণ্য করা হবে না৷ সরকার ও মালিক পক্ষকে এ-ক্ষেত্রে সহায়তা করা হবে৷ আগামী দিনে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা আবার মাথা তুলে দাড়াতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করা হবে, আশ্বাস দেন তিনি৷