নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১ মার্চ৷৷ শান্তির বাজার মহকুমার কাঁঠালিয়া ছড়া এডিসি ভিলেজের পঞ্চায়েত পাড়ার ১ নং ওয়ার্ডে শ্যামা প্রসাদ মুড়াসিং পাড়া থেকে বুদ্ধ মন্দির পর্যন্ত যাতায়তে রাস্তাটি দীর্ঘ অনেকবছর যাবৎ ভগ্ণ দশায় পরিনত হয়েরয়েছে৷ এই এলাকায় প্রায় ১৫০ পরিবারের লোকজনের বসবাস৷ এলাকার অধিকাংশ লোকজন কৃষি কাজর উপর নির্ভরশীল৷
এলাকার লোকজনেরা রাস্তা নির্মানের কাজে হাতনাদিলে ভোট বয়কটের সিদ্বান্তনিলো৷ এইনিয়ে মনপাথর ফাঁড়ী থানা সংলগ্ণ এলাকায় পোষ্টারিং করলো এলাকাবাসী৷ এতে স্পষ্ট ভাষায় লেখারয়েছে রাস্তা নাই ভোট নাই৷ রাস্তা ঠিককরেদাও ভোট নাও৷ এই বিষয়ে এলাকাবাসীর নিকট জানতে চাইলে উনারা সংবাদমাধ্যমের সামনে জানান দীর্ঘ বাম আমলে এই রাস্তার জন্য এলাকাবাসীকে বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহয়েছে৷
উনারা অনেক আশাকরে রাজ্যে পরিবর্তনের ডাকে সারাদিয়ে নতুন সরকার গঠনে সাহায্যের হাতবাড়ীয়েদিয়েছে৷ কিন্তু দেখাগেলো বাম আমলের ন্যায় এই রাম আমলেও এলাকাবাসীদের একই সমস্যার মধ্যদিয়ে দিন কাটাতেহচ্ছে৷ এলাকার অধিকাংশ লোকজন কৃষি কাজের উপর নির্ভরশীল হবারফলে উনাদের উপাৎদিত কৃষিজফসল বাজারজাত করতে বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহয় বলে জানান৷ এলাকার এক ব্যক্তি জানান এই এলাকাথেকে ডিল ছোঁড়া দুরত্বে বিধায়ক প্রমোদ রিয়াং এর বাড়ী৷ বিধায়ক ভোটের সময় বাড়ী বাড়ী ভোট চাইতে গেলেও ভোটের পর তিনি আর এই গ্রাম পরিদর্শনে যাননি৷ বিধায়ক ভোটের আগে গ্রামবাসীদের রাস্তা নির্মানের পতিশ্রুতিদিয়েছেন কিন্তু এখনোপর্যন্ত কাজেরকাজ কিছুই হয়নি৷ এলাকাবাসীর মধ্যে একজন জানান তিনি বিধায়ককে ছোটবেলাথেকে কোলেপিঠে করে নিয়ে ঘুরিয়েছেন কিন্তু বর্তমানে তিনি বিধায়ক হবারপর এলাকাবাসীদের ভুলেগেছেন৷ তাই এইবার এলাকাবাসী একত্রিতহয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন এইবার আর কোনোপতিশ্রুতিতে কাজহবেনা৷ রাস্তা নির্মান না হলে এলাকাবাসী ভোট বয়কট করবে বলে জানান৷ এখন দেখার বিষয় এলাকাবাসীর সুবিধার্থে রাস্তা নির্মানে রাজ্য সরকার কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে৷