BRAKING NEWS

জম্মু থেকে উদ্ধার ৭ কেজি বিস্ফোরক

শ্রীনগর, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : পুলওয়ামা হামলার দ্বিতীয় বার্ষিকীতে জম্মু বাসস্ট্যান্ডে উদ্ধার সাত কেজি বিস্ফোরক। রবিবার জম্মুর একটি জনবহুল বাসস্ট্যান্ড থেকে সাত কিলোগ্রাম ইম্প্রোভাইজড এক্সপ্রোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে। বিশেষত ২০১৯ সালে পুলওয়ামা হামলার বর্ষপূর্তির দিন এত পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।


পুলওয়ামা হামলার দ্বিতীয় বার্ষিকীতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য উপত্যকাকে ঘিরে ফেলা হয়েছিল কড়া নিরপত্তা বলয়ে। এর মধ্যেই তল্লাশি চালাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। সেই সময়ই জম্মুর বাসস্ট্যান্ডের সন্নিকটস্থ স্থান থেকে ৭ কেজি বিস্ফোরক উদ্ধার করা হল।জম্মু বাসস্ট্যান্ড এলাকা থেকে এই বিস্ফোরক উদ্ধআরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


এর আগে গত শনিবার অনন্তনাগের সাম্বা এলাকা থেকে যৌথ বাহিনী রেজিস্ট্রেশন ফ্রন্টের (টিআরএফ) জঙ্গি জহুর আহমদ রায়েরকে গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে তিন বিজেপির কর্মকর্তা ও এক পুলিশ কর্মীকে হত্যার অভিযোগ রয়েছে। জানা যাচ্ছে জহুর পাক অধিকৃত কাশ্মীর থেকে সন্ত্রাসের প্রশিক্ষণ নিয়েছিল এবং পরে রাজৌরি এলাকায় অনুপ্রবেশের মাধ্যমে ভারতে চলে আসে।


উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি এই ভালবাসার দিনেই দেশের মাটি সিক্ত হয়েছিল বীর জওয়ানদের রক্তে। এই নারকীয় হামলায় শহিদ হয়েছিলেন কমপক্ষে ৪০ জন সিআরপিএফ জওয়ান। এক আত্মঘাতী জঙ্গি আইইডি বিস্ফোরণ ঘটিয়েছিল। ২২ বছর বয়সী আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে কনভয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ ওই হামলার দায় স্বীকার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *