শালীনতা শেখা উচিত গুলাম নবি আজাদের কাছ থেকে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): প্রবীণ কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ গুলাম নবি আজাদের প্রসংশায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুলাম নবি আজাদের কাছ থেকে শালীনতা শেখা উচিত বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। সোমবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেছেন, “গুলাম নবি আজাদ সর্বদা শালীনতার সঙ্গে কথা বলেন, তিনি কখনও বাজে শব্দ ব্যবহার করেন না।”  
রাজ্যসভায় এদিন রাষ্ট্রপতির বক্তব্যের জবাবি ভাষণে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। গুলাম নবি আজাদও তখন উচ্চকক্ষে উপস্থিত ছিলেন। মোদী বলেন, “গুলাম নবি আজাদ সর্বদা শালীনতার সঙ্গে কথা বলেন, তিনি কখনও বাজে শব্দ ব্যবহার করেন না। তাঁর কাছ থেকে শালীনতা শেখা উচিত আমাদের, এজন্য আমি তাঁকে ভীষণ শ্রদ্ধা করি। জম্মু-কাশ্মীরে আয়োজিত নির্বাচনের প্রসংশা করেছিলেন তিনি…আমার বিশ্বাস আপনার দল সঠিক চেতনায় তা গ্রহণ করবে এবং জি-২৩-র পরামর্শ শুনে বিপরীতে ভুল করবে না।”