নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ বিশালগড় এর সিপাহী জলা নৌকা ঘাটের সংলগ্ণ এলাকায় আগরতলা সাবরুম জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত যুবকের নাম মৃণাল হোসেন৷ জানা যায় মঙ্গলবার অধিক রাতে দুই যুবক বাইকে করে উদয়পুর থেকে বিশালগড়ে আসছিল৷ সিপাহী জলা নৌকা ঘাটের সংলগ্ণ এলাকায় এসে পৌঁছলে পেছন দিক থেকে একটি দ্রুতগামী গাড়ি এসে বাইককে ধাক্কা দেয়৷গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে মৃণাল হোসেন নামে ওই যুবক গুরুতর ভাবে আহত হয়৷
আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷বর্তমানে জিবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ওই যুবক৷ বিশালগড় থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত গাড়ি থেকে আটক করতে পারেনি পুলিশ৷ স্থানীয় সূত্রে জানা গেছে গাড়ি চালকের দ্রুতগামী তার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে৷ গত বেশ কিছুদিন ধরেই বিশালগড় এলাকায় পথদুর্ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে পথচলতি সাধারণ মানুষ এবং যানবাহনের চলাচল করে যাত্রীদের নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বেড়ে চলেছে৷