নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৪ ডিসেম্বর৷৷ ডিওয়াইএফআই’র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রেলিকে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় বিলোনিয়ায়৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ মৃদ্যু লাঠিচার্জ চালায় বলে অভিযোগ৷ ২৪ শে ডিসেম্বর ভারতের ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী বর্ষ৷ বিলোনিয়া বিভাগীয় এসএফআই ও টিএসইউ বামপন্থী দুই ছাত্র সংগঠন প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী বর্ষকে সামনে রেখে বিলোনিয়াতে শোভাযাত্রার কর্মসুচি করার উদ্যোগ গ্রহন করে বৃহস্পতিবার৷
সেই মোতাবেক বর্তমান ও প্রাক্তন ছাত্র নেতা কর্মীরা হাজির হয় সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় অফিসের সামনে৷ নির্দিষ্ট সময়সুচি অনুযায়ি বেলা এগারোটা নাগাদ পার্টি অফিস থেকে সুসজ্জিত শোভাযাত্রা নিয়ে বের হয়ে ব্যাঙ্ক রোডের সামনে আসতেই পুলিশ ব্যারিকেড দিয়ে ফেলে শোভাযাত্রা মিছিল৷ একনং টিলার সামনে থেকে শোভাযাত্রার মিছিল মোর নিতেই পুলিশ লাঠিচার্জ শুরু করে৷ লাঠিচার্জ এর ফলে শোভাযাত্রায় অংশ গ্রহন কারীরা অল্পবিস্তর আহত হয় বলে অভিযোগ সিপিআইএম এর নেতৃত্বদের৷ এই লাঠিচার্জ এর ফলে সৃষ্টি হয় উত্তেজনা৷
শোভাযাত্রা মিছিলে অংশগ্রহণ কারীরা ক্ষোভে রাজপথে বসে অবরোধ করে রাখে রাস্তা৷ শান্তিপূর্ণ শোভাযাত্রা মিছিলের উপর পুলিশের লাঠিচার্জ কোনভাবেই মেনে নিতে পারেনি শহরবাসীরা৷ দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার , মহকুমা আধিকারিক , থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী সজ্জিত ছিল৷ পাশাপাশি এই অনভিপ্রেত ঘটনা নিয়ে প্রাক্তন অর্থ ও স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তথা বিরোধী দলের উপদলীয় নেতা বাদল চৌধুরী সহ বিধায়ক সুধন দাসের কথা পর্যন্ত শুনতে চাননি দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার৷
অবশেষে সিপিআইএম নেতৃত্বরা মাঠে নেমে পরিস্থিতি সামাল দেয়৷ রাস্তা অবরোধ স্থলেই প্রাক্তন অর্থ ও স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তথা বিরোধী দলের উপদলীয় নেতা বাদল চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পুলিশের অনুমতি নিয়েই শোভাযাত্রার মিছিল বের হয়৷ অনুমতি থাকা সত্ত্বেও কেন পুলিশের বাধা এবং লাঠিচার্জ তা প্রশ্ণ তুলেন৷
এধরনের ঘটনা উস্কানিমূলক বলে অভিযোগ করে বলেন এব্যাপারে দক্ষিণ জেলা পুলিশ সুপার এর নিকট সরাসরি জানানো হবে৷ এইদিনের শোভাযাত্রা মিছিলেপ্রাক্তন অর্থ ও স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তথা বিরোধী দলের উপদলীয় নেতা বাদল চৌধুরী ছাড়া ছিলেন বিধায়ক সুধন দাস, প্রাক্তন মুখ্য সচেতক বাসুদেব মজুমদার , প্রাক্তন ছাত্র নেতা তাপস দত্ত , সহ বর্তমান ছাত্র নেতা সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বর৷