নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে ভারতীয় কিশান ইউনিয়ন (বিকেইউ)। ‘ভারত বনধ’-এর জন্য সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, তাই বেলা এগারোটা থেকে শুরু হবে বনধ এবং চলবে বিকেল তিনটে পর্যন্ত। সোমবার এমনটাই জানিয়েছেন ভারতীয় কিশান ইউনিয়নের মুখপাত্র রাকেশ তিকাইত। বিকেইউ-র মুখপাত্র রাকেশ তিকাইত জানিয়েছেন, ‘আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ ছিল এবং শান্তিপূর্ণভাবেই চলবে। মঙ্গলবারের ভারত বনধ বেলা এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলবে। বিরোধিতা বোঝাতেই আমাদের প্রতীকী প্রতিবাদ। এটাই বোঝানোর চেষ্টা যে, ভারত সরকারের কিছু নীতিকে আমরা মানতেই পারছি না।’
রাকেশ তিকাইত আরও জানান, সাধারণ মানুষের সমস্যা হোক, সেটা আমরা কখনওই চাইব না। তাই বেলা এগারোটা থেকে শুরু হবে প্রতিবাদ, যাতে সকলে সময়ের মধ্যেই অফিসে পৌঁছে যেতে পারেন। বিকেল তিনটের সময় অফিসগুলিতে কাজের সময়ের শেষ হবে। প্রতিবাদ চলাকালীন অ্যাম্বুলেন্স, এমনকি বিয়েবাড়ির যাত্রীদের কোনও বাধা দেওয়া হবে না। নিজেদের কার্ড দেখালেই সকলে যেতে পারবেন।’