BRAKING NEWS

নিউজিল্যান্ড ক্রিকেট থেকে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রে টি২০ লিগের সঙ্গে চুক্তিবদ্ধ অ্যান্ডারসন

অকল্যান্ড, ৫ ডিসেম্বর (হি. স.) : নিউজিল্যান্ড ক্রিকেট থেকে অবসর গ্রহণ করে যুক্তরাষ্ট্রে মেজর টি২০ লিগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কোরে অ্যান্ডারসন। তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অল-রাউন্ড ক্রিকেটার।


এক সাক্ষাৎকারে প্রাক্তন আরসিবি তারকা জানিয়েছেন, ‘নিউজিল্যান্ডের জার্সি গায়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করা আমার কাছে অত্যন্ত সম্মান এবং গর্বের মুহূর্ত।’ তিনি আরও বলেন, ‘ব্ল্যাক-ক্যাপস জার্সিতে আরও কিছু ম্যাচ খেলার খুব ইচ্ছে ছিল কিন্তু মাঝে মাঝে এরকম একেকটা সুযোগ আসে জীবনে এবং তোমায় অন্যদিকে নিয়ে যায়। এমন ঘটনা হয়তো তোমার কল্পনাতেও আসেনি। নিউজিল্যান্ড ক্রিকেট আমার জন্য যা করেছে সেজন্য আমি কৃতজ্ঞ।’ একইসঙ্গে অ্যান্ডারসন জানিয়েছেন তাঁর জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করাটা খুব একটা সহজ ছিল না। তিনি নিজের মনকে একাধিক প্রশ্ন জিজ্ঞেস করেছেন এই সিদ্ধান্ত গ্রহণের আগে। তিনি আরও জানিয়েছেন, ‘মানুষের যত বয়স বাড়ে মানুষ তত দূরদৃষ্টিসম্পন্ন হয়। নিঃসন্দেহে আমার বাগদত্তা মেরি মার্গারেট আমায় সেদেশে খেলার ব্যাপারে বড় ভূমিকা নিয়েছে। আমার জন্য জীবনে ও অনেককিছু ত্যাগ করেছে। আমার জন্য নিজের দেশ ছেড়ে ও নিউজিল্যান্ডে এসেছে। নতুন সংস্কৃতির সঙ্গে নিজেকে একাত্ম করেছে এবং কেরিয়ারে আমার কঠিন সময়গুলোতে সবসময় আমার পাশে থেকেছে। তাই যখন সুযোগোটা এল আমরা ভাবলাম আমেরিকায় থাকাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। শুধুমাত্র আমার ক্রিকেটের জন্য নয় বরং আমাদের দু’জনের জন্যই।’


নিউজিল্যান্ডের জার্সি গায়ে ছ’বছরের কেরিয়ারে ১৩টি টেস্ট, ৪৯টি ওয়ান-ডে এবং ৩১টি টি২০ ম্যাচ খেলেছেন বছর ঊনত্রিশের এই ক্রিকেটার। ২০১৪ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কুইন্সটাউন ওয়ান-ডে’তে শাহিদ আফ্রিদির দ্রুততম শতরানের রেকর্ড ভেঙে ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অ্যান্ডারসন। ২০১৫ দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের রানার্স হওয়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই অল-রাউন্ড ক্রিকেটারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *