অসমে আগামী ১ জানুয়ারি থেকে প্ৰাথমিক বিদ্যালয়, ১৫ ডিসেম্বর থেকে খুলে যাবে হস্টেল : শিক্ষামন্ত্রী

গুয়াহাটি, ৩০ নভেম্বর (হি.স.) : আগামী ১ জানুয়ারি থেকে অসমে খুলে যাবে প্ৰাথমিক শিক্ষা-প্রতিষ্ঠান। এছাড়া ১৫ ডিসেম্বর থেকে সীমিত ভাবে হস্টেলগুলোও খুলে দেওয়া হবে। ফাইনাল ইয়ারের ছাত্ৰছাত্ৰীরা হস্টেলে আসতে পারবেন। জানিয়েছেন রাজ্যের শিক্ষা-স্বাস্থ্য ও অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ সোমবার সকালে জনতা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কোভিড-১৯ পরিস্থিতি এবং শিক্ষা সংক্রান্ত বেশ কিছু তথ্য দিয়েছেন মন্ত্রী ড. শর্মা। তিনি জানান, অসমে কোভিড-১৯ পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়েছে। এমতাবস্থায় ছাত্রছাত্রীদের ভবিষ্যত সম্পর্কে প্রথামিক শিক্ষক সম্মিলনীর সঙ্গে বিস্তর আলোচনা হয়েছে শিক্ষা দফতরের। ওই আলোচনার ভিত্তিতে আগামী ১ জানুয়ারি থেকে নার্সারি থেকে ষষ্ঠ শ্ৰেণি পর্যন্ত বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনদিন কোন শ্ৰেণির পাঠদান হবে তা পরবৰ্তীতে নির্ধারণ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

একই সাংবাদিক সম্মেলনে কবে থেকে, কীভাবে হস্টেলগুলো খোলা হবে তারও তথ্য দিয়েছেন মন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। তিনি বলেন, কোভিড-১৯-এর বিধি মেনে আগামী ১৫ ডিসেম্বর থেকে সীমিতভাবে কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য হস্টেলগুলো খুলে দেওয়া হবে। মন্ত্রী বলেন, এছাড়া যদি কোনও আবাসিক স্কুল থাকে, তা-হলে দশম থেকে দ্বাদশ শ্ৰেণির ছাত্ৰছাত্ৰীদের হস্টেলে আসার অনুমতি দেওয়া হবে। তবে ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের হস্টেলে প্রবেশের আগে কোভিড টেস্ট করা হবে। এছাড়া কলেজ ও স্কুলের অধ্যক্ষ এবং প্রধানশিক্ষকদের সংশ্লিষ্ট হস্টেলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার আহ্বান জানান মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।