মোদীর অহঙ্কার কৃষক-বিরোধী করে তুলেছে জওয়ানদের : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে রাহুল গান্ধীর ফের তীক্ষ্ণ আক্রমণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শনিবার টুইটারে লিখেছেন, ‘মোদীর অহঙ্কার কৃষক-বিরোধী করে তুলেছে জওয়ানদের।’ মোদী সরকারের কৃষি আইনের বিরোধিতায় ক্ষোভে ফুঁসছেন দেশের কৃষকরা। ‘দিল্লি চলো’ অভিযানের অংশ হিসেবে পঞ্জাব, হরিয়ানা-সহ বিভিন্ন রাজ্য থেকে দিল্লি অভিমুখে আসছিলেন কৃষকরা।


কিন্তু, কৃষকদের রুখতে যথাসাধ্য চেষ্টা করে পুলিশ। জলকামান, কাঁদানে গ্যাস, এমনকি লাঠি চার্জও করা হয় কৃষকদের। পুলিশ কর্মীরা কৃষকদের উপর লাঠিচার্জ করছেন, এমনই একটি ছবি শনিবার সকালে টুইটারে আপলোড করে রাহুল লিখেছেন, ‘অত্যন্ত দুঃখজনক ছবি’। রাহুল টুইটারে লেখেন, ”আমাদের তো স্লোগান ছিল ‘জয় জওয়ান জয় কিষাণ’, কিন্তু প্রধানমন্ত্রী মোদীর অহঙ্কার কৃষকদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে জওয়ানদের। এটা অত্যন্ত ভয়ঙ্কর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *