জিবিতে অনিয়মিত কর্মচারীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীরা জিবি হাসপাতালে শুক্রবার দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন৷ স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবীতে তারা আন্দোলনে সামিল হয়েছেন৷শুক্রবার ২ ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করে তারা স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকারকে১৫ দিনের৷ সময়সীমা বেঁধে দিয়েছেন৷ বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমার মধ্যে তাদেরকে নিয়মিত করা না হলে অনিয়মিত কর্মচারীরা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ আন্দোলনে শামিল হয়ে স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীরা জানান রাজ্যে বিভিন্ন হাসপাতালে১০০০ অনিয়মিত কর্মচারী দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন৷ দীর্ঘদিন ধরে তাঁর স্বাস্থ্য দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন৷ অথচ তাদেরকে নিয়মিত করা হচ্ছে না৷তারা দীর্ঘদিন ধরেই নিয়মিতকরণের জন্য রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের কাছে দাবি জানিয়ে আসছেন৷ কিন্তু প্রতিশ্রুতি ছাড়া বাস্তবে কিছুই হচ্ছে না৷ সে কারণে বাধ্য হয়ে তারা বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হচ্ছেন৷ আন্দোলনকারী অনিয়মিত কর্মচারীরা আশা ব্যক্ত করে বলেছেন ১৫ দিনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর তাদেরকে নিয়মিতকরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলে তারা আশাবাদী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *