বিশ্রমগঞ্জে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার মৃত্যু হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ বিশ্রামগঞ্জ থেকে উদ্ধার করা অজ্ঞাত পরিচয় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে৷ মৃতদেহটি জিবি হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ এখনো পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি৷ মৃতদেহ শনাক্ত করার জন্য হাসপাতাল মর্গে তিন দিন রাখা হবে বলে জানা গেছে৷উল্লেখ্য বুধবার বিশ্রামগঞ্জ থানা পুলিশ এক অজ্ঞাত পরিচয় মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে অজ্ঞাত পরিচয় ওই মহিলাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷

জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিলার মৃত্যু হয়৷ হাসপাতাল সূত্রে জানা গেছে মহিলার হাত পা ভাঙ্গা অবস্থায় ছিল৷প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনাজনিত কারণেই মহিল অচৈতন্য অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল৷ বিশ্রামগঞ্জ থানার পুলিশ এ ব্যাপারেএকটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷