নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ খোয়াই মহাকুমার পদ্মবিল ব্লক এলাকার বেল ছড়ায় ব্যর্থ প্রেমের জ্বালায় প্রেমিকের গায়ে এসিড নিক্ষেপ করে প্রেমিককে গুরুতরভাবে জখম করেছে প্রেমিকা৷ এসিড নিক্ষেপে ক্ষতবিক্ষত প্রেমিক সৌমেন সাঁওতাল বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷এ ব্যাপারে খোয়াই থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷
খোয়াই থানার পুলিশ অভিযুক্ত প্রেমিকাকে গ্রেপ্তার করেছে৷বুধবার তাকে খোয়াই জেলা আদালতে সোপর্দ করা হলে জেলা আদালত থেকে তাকে ১০ নভেম্বর পর্যন্ত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে৷সংবাদ সূত্রে জানা গেছে খোয়াইয়ের পদ্মবিল ব্লক এলাকার বেলছড়া এলাকার সৌমেন সাঁওতাল এর সঙ্গে প্রতিবেশী এক যুবতীর প্রণয়ের সম্পর্ক ছিল৷
মাঝখানে তাদের সম্পর্কে কিছুটা ঘাটতি দেখা দেয়৷ প্রেমিক সৌমেন সাঁওতাল তার প্রেমিকার বাড়িতে গেলে সে এসিড নিক্ষেপ করে প্রেমিককে গুরুতরভাবে জখম করে৷প্রেমিকার এসিড নিক্ষেপে গুরুতরভাবে জখম প্রেমিক সৌমেন সকলকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷এসিড নিক্ষেপের ফলে তার দেহের বিভিন্ন অংশ ঝলসে যাওয়া আশঙ্কাজনক অবস্থায় খোয়াই জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷এই চাঞ্চল্যকর ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ অভিযুক্ত প্রেমিকার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার মানুষজন জোরালো দাবি জানিয়েছেন৷