আগরতলা, ১৯ অক্টোবর (হি.স.)৷৷ ট্রাফিক পুলিশ ব্যবস্থার আধুনিকীকরণের জন্য ত্রিপুরায় দুটি নতুন ইন্টারসেপ্ঢার ভেহিকল চালু করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোমবার সকালে সবুজ পতাকা নেড়ে এর সূচনা করেছেন৷
আজ সকালে সরকারি বাসভবনের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় ট্রাফিক পুলিশ ব্যবস্থা আধুনিকীকরণ করার উদ্যোগ নিয়েছে সরকার৷ এই লক্ষ্যেই দুটি নতুন ইন্টারসেপ্ঢার ভেহিকল কেনা হয়েছে৷ ত্রিপুরায় এই প্রথম এ ধরনের অত্যাধুনিক ব্যবস্থা চালু করা হয়েছে৷ তাঁর কথায়, লক্ষ্য করা গেছে, আগরতলা-সাব্রুম সড়কে যানবাহনের গতির কারণে প্রায় ৯০ শতাংশ দুর্ঘটনা ঘটে৷ জিরানিয়া ও মোহনপুরেও একই অবস্থা৷ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হলেও দেখা গেছে যানচালকগণ যথাযথভাবে তা মানছেন না৷ এখন এই ব্যবস্থা চালুর ফলে দ্রুতগতির যানবাহনের উপর নজরদারি করা সম্ভব হবে৷ এর ফলে দুর্ঘটনার সংখ্যা হ্রাস পাবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
প্রসঙ্গত, ইন্টারসেপ্ঢর ভেহিকলগুলির কার্যকর ব্যবহারের ফলে প্রতিদিন রাস্তায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শাস্তি বা জরিমানা করা যাবে যারা নির্দিষ্ট গতির উপরে যানবাহন চলাচল করে ট্রাফিক আইন অমান্য করছেন৷ ইন্টারসেপ্ঢর ভেহিকলগুলিতে রয়েছে লেজার স্পিড গান যা নির্দিষ্ট সময়ের জন্য দ্রুতগতিতে চলা যানবাহনের রেকর্ড রাখবে৷ এই লেজার স্পিড গানটি দিনরাত এবং যেকোনও আবহাওয়ায় সহায়ক৷ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ই-চালান তৈরি হবে৷
পাশাপাশি এই ডিভাইসে সংগৃহীত তথ্য যেকোনও সড়ক দুর্ঘটনার প্রামাণ্য তথ্য হিসেবে কাজ করবে৷ এছাড়া রয়েছে অ্যালকোহল অ্যানালাইজার উইথ ক্যামেরা, জিপিএস অ্যান্ড প্রিন্টার, গাড়ির সামনের কাঁচের স্বচ্ছতার মাত্রাকে পরিমাপ করার জন্য টন্ট এনফোর্সমেন্ট মিটার, রুফ মাউন্ট এলইডি লাইট বার, মাল্টি টিউন সাইরেন কাম পাবলিক অ্যাড্রেস সিস্টেম৷ রোড সেফটি ফান্ড থেকে আনুমানিক ১৪ লক্ষ ১৮ হাজার টাকায় এই ইন্টারসেপ্ঢর ভেহিকলগুলো কেনা হয়েছে৷ পরিকল্পনা ও অর্থ মন্ত্রালয়ের বরাদ্দ অর্থে ১৫ লক্ষ টাকা ব্যয়ে স্মার্ট ট্রাফিক কন্েন্টাল ডিভাইসগুলো কেনা হয়েছে৷ দুটি গাড়ি কেনার জন্য আনুমানিক ব্যয় হয়েছে ৩০ লক্ষ টাকা৷