নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি. স.): হাথরাস গণধর্ষণ কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য উত্তরপ্রদেশের বারাবানকি বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তবকে নোটিশ দিল জাতীয় মহিলা কমিশন।বিতর্কিত মন্তব্য করার দায়ে ওই বিজেপি নেতাকে জবাবদিহি করতে সশরীরে কমিশনের সামনে আসতে হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান রেখা শর্মা। ২৬ অক্টোবর কমিশনের সামনে পেশ হতে বলা হয়েছে রঞ্জিত শ্রীবাস্তবকে।
উল্লেখযোগ্য বিষয় হল বারাবানকি জেলার বিজেপি নেতা তথা নবাবগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রঞ্জিত শ্রীবাস্তব মৃত নিগৃহীতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন।তিনি প্রশ্ন তুলেছেন কেন ধর্ষিতা ঘাস কাটতে আখ,বজরা এবং মাকাই ক্ষেতে গিয়েছিলেন।এমন ধরনের ধর্ষণকাণ্ডে প্রশাসনের উচিত মামলার ফাইল এখানেই বন্ধ করে নিগৃহীতার পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া।প্রসঙ্গত কমিশন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের নামে অন নোটিশ জারি করেছে।কমিশনের তরফ থেকে জানানো হয়েছে অভিনেত্রী নিগৃহীতার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছে।যা আইনবিরুদ্ধ কাজ। এই প্রসঙ্গে অভিনেত্রীকে কমিশনের সামনে এসে জবাবদিহি করতে হবে এবং বিতর্কিত পোস্টটি মুছে ফেলতে হবে সামাজিক মাধ্যম থেকে।