লেনদেনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ছয়জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্ঢেম্বর৷৷ আর্থিক লেনদেনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার বাগন গ্রাম পঞ্চায়েতে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে এক যুবতীর হাত দেহ থেকে আলাদা হয়ে গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে থানায় সুনিদৃষ্ট মামলা দায়ের করা হয়েছে৷


ঘটনার খবর পেয়ে কাঠালতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ ব্যাপারে অভিযুক্তদের নাম ধাম উল্লেখ করে মামলা গ্রহণ করা হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার এর সংবাদ নেই৷ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক বলে জানা গেছে৷ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ৷ স্থানীয় সূত্রে জানা গেছে আর্থিক লেনদেন কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত৷