নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৭ সেপ্ঢেম্বর৷৷ জেঠতুতো বোন ভাইয়ের কাছে জায়গা বিক্রি করে কাঁচা দলিল মাধ্যমে৷ কিন্তু বোন ওই জায়গা বিক্রি করেন আরেক মহিলা কাছে৷ এই নিয়ে জটিলতা দেখা দিয়েছে৷ ঘটনা কাঞ্চনপুর মহকুমার লালজুরী ডি-ব্লক অন্তর্গত৷ জানা যায় অধীর রুং রিয়াং এর মা প্রয়াত যাওয়ায় শ্রাদ্ধ করার জন্য জেঠতুতো ভাই নম চরন রিয়াং কাছে দুই কানি জায়গা বিক্রি করেন ১০,০০০ টাকার বিনিময়ে৷ ১৯৯৫ সালের ১৬ অক্টোবর স্টাম্পের মাধ্যমে কাঁচা দলিল করেন৷
এর সাক্ষী ছিল পাচ জন৷ এরা হল সৃতি রঞন রিয়াং ,তরন জয় রিয়াং ,লাল মোহন রিয়াং সহ আরো দুইজন৷ ঐ জায়গাতে নম চরন রিয়াং দীর্ঘ দিন ধরে ধানের ফসল করে আসছেন৷ রেজিস্টারি করবেন বলে আসেন নি অধীর রুং রিয়াং৷ ফের ঐজায়গা কিছুদিন আগে তিনি তারাবাতি রিয়াং এর কাছে বিক্রি করে দেন৷ এই ব্যাপারে পাড়ার চৌধুরী সমাজ বৈঠক ডাকলে তারা বতি রিয়াং আসেননি৷ সিভিল আদালতে একটি মামলা চলছে৷ অভিযোগ গত ২১ সেপ্ঢেম্বর রাত্রে তারা বতি রিয়াং কিছু লোককে গাড়ী দিয়ে নিয়ে এসে জমির ধান গুলো কেটে নিয়ে যায়৷
এই ঘটনার সাক্ষী আছেন সাতজন শ্যামল চাকমা, ইরা জয় রিয়াং, ভারত জয় রিয়াং, ব্রজ সুন্দর নাথ৷ ধানগুলো কাটায় নমো চরন রিয়াং নামে গরীব জুম চাসীর এক লক্ষ কুড়ি হাজার টাকা মত ক্ষতি হয়৷ লিখিতভাবে মহকুমা শাসককে জানান এই বিষয়টি৷ নমো চরন রিয়াং কাঞ্চনপুর থানায় একটি মামলা করেন তারাবাতি রিয়াং এবং খণ্ড রাম রিয়াং সহ ৯ জনের বিরুদ্ধে৷ নমো চরণের বক্তব্য প্রশাসনের অপেক্ষায় আছেন৷ আইন অনুসারে সঠিক বিচার করলে খুব উপকৃত হবেন বলে জানান জুমিয়া নমো চরন রিয়াং৷

